International News

ভারত ভয় দেখিয়েছে মা-স্ত্রীকে, যাদবকে দিয়ে বলাল পাকিস্তান

কুলভূষণকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার সঙ্গে মা ও স্ত্রী যখন দেখা করতে আসেন, তখন ওঁদের দেখে আমি অবাক হয়ে যাই। দেখি, ওঁদের চোখে, মুখে ভয়ের ছাপ। ভয়ের ছাপ থাকবে কেন? যা হওয়ার, তা তো হয়েই গিয়েছে। বুঝতে পেরেছিলাম, ওঁদের ভয় দেখানো হয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:১৫
Share:

কুলভূষণ যাদব। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক স্তরে ভারতকে হেয় করতে পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবকে নিয়ে আবার একটি প্রচারধর্মী ভিডিও প্রকাশ করল ইসলামাবাদ।

Advertisement

সেই ভিডিওয় কুলভূষণকে দিয়ে ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে বলানো হয়েছে।

কুলভূষণকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার সঙ্গে মা ও স্ত্রী যখন দেখা করতে আসেন, তখন ওঁদের দেখে আমি অবাক হয়ে যাই। দেখি, ওঁদের চোখে, মুখে ভয়ের ছাপ। ভয়ের ছাপ থাকবে কেন? যা হওয়ার, তা তো হয়েই গিয়েছে। বুঝতে পেরেছিলাম, ওঁদের ভয় দেখানো হয়েছে। যে ভারতীয় কূটনীতিক মা ও স্ত্রীকে আমার কাছে নিয়ে এসেছিলেন, তিনি বড্ড চেঁচামেচি করছিলেন।’’

Advertisement

তবে ভারতের বিদেশ মন্ত্রক ওই প্রচারধর্মী ভিডিওকে ‘একেবারেই গুরুত্বহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এমন ভিডিও প্রকাশের খবরে আমরা অবাক হইনি। অন্যকে তাদের সুরে কথা বলতে বাধ্য করিয়ে পাকিস্তান অনেক দিন ধরেই এমন ভিডিও প্রকাশ করে চলেছে। এই ধরনের প্রচারধর্মী ভিডিওর কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে তা একেবারেই গুরুত্বহীন। বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ এবং ১৩৭৩ নম্বর সিদ্ধান্তকে বরং মেনে চলুক পাকিস্তান, এটাই আমাদের পরামর্শ। ভারতীয়দের মানবাধিকার রক্ষার ব্যাপারেও ইসলামাবাদ যত্নবান হবে, এটাও কাম্য।’’

গত ২৫ ডিসেম্বর পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীকে দেখা করানোর সময় হাজির ছিলেন ইসলামাবাদে ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংহ

সেই সময় তাঁদের সাক্ষাৎ-পর্বের একটি ভিডিও ইসলামাবাদের তরফে প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা যায়, একটি পুরু কাচের দেওয়ালের ও পাশে রয়েছেন কুলভূষণ। আর সেই কাচের দেওয়ালের এ পাশে বসা তাঁর স্ত্রী ও মা ইন্টারকমে কথা বলছেন কুলভূষণের সঙ্গে।

আরও পড়ুন- ট্রাম্পের হুমকির পরেই পাকিস্তানকে অনুদান বন্ধ​

আরও পড়ুন- কুলভূষণের মা-স্ত্রীকে হেনস্থা, আইএসআই প্রশংসায় হাফিজ​

ইসলামাবাদের প্রকাশ করা নতুন ভিডিওয় দেখা গিয়েছে, পাক সরকারকে বার বার ধন্যবাদ জানাচ্ছেন কুলভূষণ।

আগের বার পাকিস্তান কুলভূষণ যাদবকে নিয়ে প্রচারধর্মী ভিডিও প্রকাশ করার পর লোকসভায় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ কড়া সমালোচনা করেছিলেন পাক কর্তৃপক্ষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement