‘উলফ্ ভলক্যানো’-র অগ্নিলীলা

জেগে উঠেছে সেই নেকড়ে। লম্বা একটা ঘুমের শেষে। পাক্কা ৩৩ বছর পরে। তার আড়মোড়ায় ঝরে পড়েছে আগুন। আর হাই তুলতেই ধোঁয়ায় ছেয়েছে চরাচর। গ্যালাপ্যাগোসের ইসাবেলা দ্বীপের বাসিন্দারাও তাই রয়েছেন চিন্তায়। ঘুমের পরে ইকুয়াডরের এই ‘উলফ্ ভলক্যানো’-র খিদে মিটবে কীসে? তার মুখ থেকে গড়িয়ে পড়া লাভায় কি ঝলসে যাবে দ্বীপের প্রাণিজগৎ?

Advertisement
শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ১৪:২৭
Share:

আধেক ঘুমে আকাশ চুমে: জেগে উঠেছে ‘উলফ্ ভলক্যানো’।

জেগে উঠেছে সেই নেকড়ে। লম্বা একটা ঘুমের শেষে। পাক্কা ৩৩ বছর পরে। তার আড়মোড়ায় ঝরে পড়েছে আগুন। আর হাই তুলতেই ধোঁয়ায় ছেয়েছে চরাচর। গ্যালাপ্যাগোসের ইসাবেলা দ্বীপের বাসিন্দারাও তাই রয়েছেন চিন্তায়। ঘুমের পরে ইকুয়াডরের এই ‘উলফ্ ভলক্যানো’-র খিদে মিটবে কীসে? তার মুখ থেকে গড়িয়ে পড়া লাভায় কি ঝলসে যাবে দ্বীপের প্রাণিজগৎ? শেষ অব্দি অবশ্য তেমনটা হয়নি। আকাশ ধোঁয়ায় ঢেকে, আগ্নেয়গিরির লাভা গিয়ে মিশেছে সাগরের জলে। নিশ্চিন্ত হয়েছে ইসাবেলা। কেমন সেই ‘উলফ্ ভলক্যানো’-র ঘুম ভাঙার পালা? তার নজির এ বার বন্দি হল আনন্দবাজার-এর ওয়েবসাইটে।

Advertisement

ছবি: এএফপি, রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন