নাইজেরিয়ায় সীসার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ২৮টি শিশুর। নাইজেরীয় সরকারের তরফে জানানো হয়েছে, মৃতদের সকলেরই বয়স পাঁচের কম। চলতি বছরে এখনও অবধি সীসার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে সে দেশে। চিকিৎকরেরা জানিয়েছেন, আক্রান্তদের রক্তের নমুনায় স্বাভাবিকের থেকে প্রায় ১৭ থেকে ২২ গুণ বেশি সীসা মিলেছে।