আরএসএস শিবিরে লিওনার্দো ডি ক্যাপ্রিও!

লিওনার্দো ডি ক্যাপ্রিও-র মতো হলিউড স্টারের হাত ধরল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ব্রিটেনের মাটিতে আরএসএস শিবিবে এ বার হাজির হবেন লিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ২০:২৫
Share:

লিওনার্দো ডি ক্যাপ্রিও-র মতো হলিউড স্টারের হাত ধরল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ব্রিটেনের মাটিতে আরএসএস শিবিবে এ বার হাজির হবেন লিও। চলতি বছরেই সে দেশে আরএসএস অনুমোদিত হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের সুবর্ণজয়ন্তী। সেই উপলক্ষ্যে আগামী ৩০-৩১ জুলাই দু’দিনের ‘মহাশিবির’-এ হাজির থাকবেন লিও-সহ স্যর রিচার্ড অ্যাটেনবরোর মতো সেলিব্রিটি। সূত্রের খবর, আরএসএস প্রধান মোহন ভাগবতও ওই মহাশিবিরে যোগ দিতে ব্রিটেন উড়ে যাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

ক্যানসার আক্রান্ত ছেলেকে সান্ত্বনা দিতে অভিনব ট্যাটু বাবার

Advertisement

অভিনয় ছাড়াও পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে সব সময়েই সরব হয়েছেন লিওনার্দো। নিজে নিরামিষাশী লিও বহু দিন ধরেই পশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। ‘কাউস্পিরেসি: দ্য সাসটেইনেবিলিটি সিক্রেট’ নামে একটি তথ্যচিত্রও প্রযোজনা করেছেন তিনি। যাতে দেখানো হয়েছে, অ্যানিম্যাল এগ্রিকালচারের ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তা এ হেন লিওর দিকে যে মোহন ভাগবত হাত বাড়াবেন তা বলাই বাহুল্য। লিও এব‌ং রিচার্ড অ্যাটেনবরোর মতোই ওই শিবিরে হাজির থাকছেন ভার্জিন এয়ারলাইন্সের প্রধান স্যর রিচার্ড ব্র্যানসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement