Nepal Unrest

ভাঙচুর, লুটপাট চালালে কড়া পদক্ষেপ! নেপালে আন্দোলনকারীদের হুঁশিয়ারি সেনার, নেপালের পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মোদী

বিক্ষুব্ধ ছাত্র-যুবকদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। এ বার মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামলেন ছাত্র-যুবকরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪
Share:

উত্তপ্ত নেপাল। আগুন ধরানো হয়েছে পার্লামেন্ট ভবনে। ছবি: এক্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩০ key status

সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন হল বিমানবন্দর

বিক্ষোভকারীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী বিমানবন্দরকে নিজেদের নিয়ন্ত্রণে নেন। বর্তমানে আংশিক স্থগিত রয়েছে পরিষেবা। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি-কাঠমান্ডু বিমান পরিষেবা স্থগিত রেখেছে। প্রতিদিন এয়ার ইন্ডিয়ার ছয়টি বিমান এই পথেই (দিল্লি-কাঠমান্ডু)পরিষেবা দেয়। তবে মঙ্গলবার ওই বিমান সংস্থা চারটি বিমান বাতিল করেছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনও। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪ key status

নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক মোদীর

নেপালের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই সমাজমাধ্যমে পোস্ট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, নেপালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। নেপালে যে হিংসা ছড়িয়েছে, তা হৃদয়বিদারক। তরুণদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছে, পড়শি রাজ্যে শান্তি-শৃঙ্খলা স্থাপন জরুরি। সে দেশের বাসিন্দাদেরও শান্তি বজায় রাখতে আর্জি জানিয়েছেন তিনি। 

Advertisement
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২ key status

সীমান্তে কড়া নজরদারি

ভারত-নেপাল সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করা হল। অভিযোগ, সেখানে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ key status

সেনার হুঁশিয়ারি

দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই জানাল নেপালের সেনা। আইনশৃঙ্খলা ফেরাতে রাত ১০টার পর থেকে এই পদক্ষেপ করা হবে। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে সেনা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯ key status

পোখরার জেল থেকে পালালেন বন্দিরা

পোখরার জেলে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। সেখান থেকে পালালেন প্রায় ৯০০ বন্দি। কাঠমান্ডুর  নাখু জেলের একাংশে আগুন ধরানো হয় বলে অভিযোগ।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১ key status

কাঠমান্ডুর মেয়রের দাবি!

কাঠমান্ডুর মেয়র বলেন জানান, পার্লামেন্ট ভেঙে দেওয়া না হলে কোনও আলোচনা হবে না।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮ key status

রাষ্ট্রপুঞ্জের আর্জি

বিক্ষোভকারীদের হিংসা থেকে বিরত থাকার আর্জি জানাল রাষ্ট্রপুঞ্জ।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬ key status

এয়ার ইন্ডিয়ার ঘোষণা

নেপালের রাজধানী কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ। এই পরিস্থিতিতে যাত্রীরা টিকিটের সময়সীমা বদলাতে চাইলে অতিরিক্ত ফি নেবে না।  ৯ সেপ্টেম্বর পর্যন্ত যে টিকিট কাটা হয়েছে, তার সময় পরিবর্তনের ক্ষেত্রে ফি-তে ছাড় মিলবে।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১ key status

সীমান্ত সংলগ্ন বিহারে সতর্কতা

বিহারে নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি করল সে রাজ্যের পুলিশ। ওই সব এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫ key status

নিহত তিন পুলিশকর্মী

নেপালের কোটেশ্বরে তিন পুলিশ কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০ key status

জেলে ভেঙে পালালেন বন্দি

নেপালের ধনগড়ি জেলে হানা দিলেন বিক্ষোভকারীরা। সেই সুযোগে জেল ভেঙে পালালেন বন্দিরা। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০ key status

নেপালে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী

নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা। পুড়ে মৃত্যু হল তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১ key status

বিক্ষোভকারীদের বিবৃতি

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ওলি। বিক্ষোভকারী জেন জ়ি-র একাংশ এ বার বিবৃতি  দিয়ে যুবসমাজকে শান্ত থাকতে বলল। জানাল, দেশ এখন তাঁদের নেতৃত্বের অধীনে। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ key status

কলকাতা বন্দরের আশ্বাস

কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর আশ্বাস দিয়েছে, নেপালে বর্তমান পরিস্থিতিতে যাতে অবাধে পণ্য পাঠানো যায়, সেই নিয়ে সব রকম সহযোগিতা করবে তারা।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬ key status

ওলির পরে দায়িত্বে কে?

নেপালের প্রধানমন্ত্রির পদে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র, বছর পঁয়ত্রিশের বলেন্দ্রর হাতে তুলে দিতে চাইছেন আন্দোলনকারীরা। নেপালের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও এমনটা জানিয়েছে।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩ key status

ইন্ডিগো স্থগিত রাখল বিমান পরিষেবা

উদ্ভূত পরিস্থিতিতে কাঠমান্ডুতে যাওয়া-আসার সব বিমান পরিষেবা স্থগিত রাখল ইন্ডিগো।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪ key status

প্রাক্তন প্রধানমন্ত্রীকে মারধর!

নেপালের উপপ্রধানমন্ত্রীর পরে এ বার বিক্ষোভকারীদের হাতে মার খেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী আরজু রানা। নেপালের বিভিন্ন প্রান্তে নেতা-মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আগুন ধরানো হয়েছে নেপালের পার্লামেন্টেও।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫ key status

নেপালের উপপ্রধানমন্ত্রীকে মারধর!

নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে রাস্তায় তাড়া করে পেটালেন বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৫ key status

নেপালের পার্লামেন্টে আগুন!

বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন নেপালের পার্লামেন্টে। গোটা পার্লামেন্ট ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১ key status

কড়া সতর্কতা ভারত-নেপাল সীমান্তে

নেপালের সঙ্গে ভারতের প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে। বিহারের নেপাল সীমান্তবর্তী সাতটি জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং বিহার পুলিশ। পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী, আরারিয়া, সুপৌল, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জে টহলদারি বেড়েছে। পাশাপাশি, আশপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি করা হচ্ছে। কোনও ভাবেই যাতে নেপালের আন্দোলনের আঁচ এ দেশে না পড়ে, সে জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি হয়েছে ‘হাই অ্যালার্ট’। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement