ভারত-পাকিস্তান সফরে আসছেন লন্ডনের মেয়র

এই সফর থেকে আখেরে লন্ডনের বাসিন্দাদের লাভ হবে। ব্যবসা, চাকরি আর বিনিয়োগের সুযোগ বাড়বে। সমৃদ্ধ হবে প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক ক্ষেত্রও।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০২:১০
Share:

ফাইল চিত্র।

অর্থনৈতিক সংযোগ বাড়াতে এ বছরের শেষ দিকে ভারত এবং পাকিস্তান সফরে যাবেন লন্ডনের মেয়র সাদিক খান। ব্রেক্সিট এবং অভিবাসী বিতর্ক সরিয়ে তিনি দু’দেশকেই বোঝাবেন, লন্ডনের তরফে বাণিজ্যের দরজা খোলা।

Advertisement

ভারতের মুম্বই, দিল্লি এবং অমৃতসর থাকছে সাদিকের সফর সূচিতে। এর পরে তিনি রওনা দেবেন লাহৌর, ইসলামাবাদ এবং করাচির উদ্দেশে। সাম্প্রতিককালে সাদিকই প্রথম গুরুত্বপূর্ণ ব্রিটিশ রাজনীতিক যিনি ভারত-পাকিস্তান সফরে যাচ্ছেন। সাদিকের সঙ্গে এই দু’দেশের সম্পর্কের অন্য ইতিহাসও আছে। তিনি বলেন, ‘‘আমার দাদু-ঠাকুরমা দু’জনেরই জন্ম ভারতে। আর আমার বাবা-মা পাকিস্তান থেকে লন্ডনে পাড়ি দেন। তাই এই দু’দেশের সঙ্গে আমার গভীর সম্পর্ক।’’

সফর নিয়ে সাদিকের মন্তব্য, ‘‘এই সফর থেকে আখেরে লন্ডনের বাসিন্দাদের লাভ হবে। ব্যবসা, চাকরি আর বিনিয়োগের সুযোগ বাড়বে। সমৃদ্ধ হবে প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক ক্ষেত্রও।’’ এ ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্র রয়েছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যা নিয়ে লন্ডন এই দু’দেশের সঙ্গে কাজ করতে পারে বলে মনে করেন সাদিক। তাঁর মতে, লন্ডন এখনও ব্যবসা, বিনিয়োগ এবং সৃষ্টিশীল কাজের জন্য বিশ্বের এক নম্বর গন্তব্য।

Advertisement

বছর শেষের সফরে মেয়রের সঙ্গে থাকবেন ডেপুটি মেয়র রাজেশ অগ্রবালও। ২০০৫ সাল থেকে ২০১৬ পর্যন্ত ভারতের বিনিয়োগের দ্বিতীয় গন্তব্য ছিল ব্রিটেন। বিভিন্ন ভারতীয় সংস্থার ৪৪ শতাংশ লন্ডনে শাখা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন