Dog

এই কুকুর বরফে স্কেট করে, আইস হকিও খেলে! দেখুন ভিডিয়ো

বেনি আসলে একটি ল্যাব্রাডর। বরফে স্কেট করে চমকে দিয়েছে সে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩২
Share:

বেনি।

বেনি। বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক জনপ্রিয়। তার স্কেটিংয়ের ভিডিয়োয় বন্যা বইছে লাইক আর শেয়ারের।

Advertisement

বেনি আসলে একটি ল্যাব্রাডর। বরফে স্কেট করে চমকে দিয়েছে সে।

বরফ-প্রধান দেশে খুবই জনপ্রিয় আইস স্কেটিং। বছরের বিভিন্ন সময় এ ধরনের স্কিতে অংশ নিতে দেখা যায় অনেককেই।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, সামনের দু’পায়ের মাধ্যমে স্কি করছে বেনি। আইস সেন্টারে খেলায় অংশ নিতেও দেখা গিয়েছে বেনিকে। জানা গিয়েছে, আইস হকিও খেলে বেনি। তার ঠিকানা লাস ভেগাস।

দেখুন বেনির স্কেটিংয়ের ভিডিয়ো

বেনির স্বভাব কেমন? তার কোচ দেল সাঙ্গরো জানাচ্ছেন, খুবই শৃঙ্খলাবদ্ধ বেনি। স্কি শেখাতে নাকি তাকে বেশি দিন সময় লাগেনি।

আরও পড়ুন: ভূমিকম্প-সুনামির জোড়া ধাক্কায় বিধ্বস্ত ইন্দোনেশিয়া, মৃত্যু বেড়ে ৩৮৪

বেনির স্কি করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁর প্রভু। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভিউয়ের সংখ্যা।

(সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement