মলদ্বীপের রাষ্ট্রপতির স্পিডবোটে বিস্ফোরণ

সোমবার সকালে ভয়ঙ্কর এক বিস্ফোরণ থেকে রক্ষা পেলেন মলদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন। ওই বিস্ফোরণে আহত হয়েছেন আবদুল্লাহর স্ত্রী ফতিমা ইব্রাহিম এবং তাঁর সঙ্গে থাকা দু’জন ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩১
Share:

বিস্ফোরণের পর ফার্স্ট লেডি ফাতিমা ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স।

সোমবার সকালে ভয়ঙ্কর এক বিস্ফোরণ থেকে রক্ষা পেলেন মলদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন। ওই বিস্ফোরণে আহত হয়েছেন আবদুল্লাহর স্ত্রী ফতিমা ইব্রাহিম এবং তাঁর সঙ্গে থাকা দু’জন ব্যক্তি। রাষ্ট্রপতির অফিস সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মলদ্বীপের রাজধানী মালেতে একটি স্পিডবোটে চ়ড়ে যাচ্ছিলেন তাঁরা। পথে আচমকা বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মলদ্বীপের মন্ত্রী হুসেন শরিফ জানিয়েছেন, ‘‘বিস্ফোরণে ফার্স্ট লেডি ফাতিমা ইব্রাহিম, এক জন কর্মকর্তা ও রাষ্ট্রপতির এক জন দেহরক্ষী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি অক্ষত রয়েছেন।’’ সৌদি আরবে হজ পালন শেষে আজই দেশে ফেরেন ইয়ামিন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রেসিডেনশিয়াল জেটিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকেরা। সে সময়েই বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement