Man bites dog

পুলিশ কুকুরের কান কামড়ে ছিড়ে নিল দুষ্কৃতী! দেখুন ভিডিও...

পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে এক কুখ্যাত আসামী। তার পিছু নিয়েছে একটি বাঘা পুলিশ কুকুর। জার্মান শেফার্ড। দুষ্কৃতীকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়ে কুকুর। তার পর...

Advertisement

সংবাদ সংস্থা

ম্যানচেস্টার শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ২৩:০৯
Share:

কুকুরে কামড়ালে পেটে চোদ্দটা ইঞ্জেকশন দিতে হত। এখন অবশ্য ইঞ্জেকশনের সংখ্যাটা অনেক কমে গিয়েছে। কমেছে দুর্ভোগও। কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায়, সেক্ষেত্রে! হেঁয়ালি নয়, এমনই অদ্ভুত ঘটনার একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

Advertisement

পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে এক কুখ্যাত আসামী। তার পিছু নিয়েছে একটি বাঘা পুলিশ কুকুর। জার্মান শেফার্ড। ক্ষিপ্রতায় এবং শিকারি হিসেবে যথেষ্ট সুনাম আছে এই জাতের কুকুরের। দুষ্কৃতীকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়ে কুকুর। তার পর...জখম অবস্থায় দুষ্কৃতীর কবল থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে থাকে জার্মান শেফার্ডটি। কারণ, তার কান সজোরে কামড়ে ধরে আছে ওই দুষ্কৃতী। তবে কয়েক মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে দুষ্কৃতীর কব্জি কামড়ে ধরে কুকুরটি।

আরও পড়ুন: শ্যাম্পেন খেয়ে ঘুমিয়ে পড়ল চোর! ঘুম ভাঙল পুলিশের গুঁতোয়

Advertisement

ডেইলি মেল-এর খবর অনুযায়ী, গত সপ্তাহে ম্যানচেস্টারের টেমসাইডের এই ঘটনায় চমকে গিয়েছে ম্যানচেস্টার পুলিশও। সেই পুলিশ কুকুরটির নাম ম্যানপোল থিও। মিনিট সাতেকের এই লড়াই শেষমেশ জিতে যায় ওই বাঘা কুকুর। পুলিশ এসে সহজেই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, এই প্রথম নয়, ২০১৬-এ পর পর দু’টি কুখ্যাত চোর ধরতেও থিওর মুখ্য ভূমিকা ছিল। জার্মান শেফার্ডটির ট্রেনার পিসি গ্যারেথ গ্রীভস জানান, এই সাত মিনিটের লড়াইয়ে গুরুতর জখম হয় থিও। আক্ষেপের সঙ্গে গ্রীভস আরও জানান, ঘটনার পর অন্তত দু’ তিন দিন থিও যন্ত্রনায় ঘুমোতে পর্যন্ত পারেনি। তবে ক্ষত সারিয়ে এখন পুরোপুরি সুস্থ তার প্রিয় থিও।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন