প্লেনে উঠে যাত্রী দেখলেন সিটে বসে রয়েছেন ‘হমশকল’!

ধরুন আপনি প্লেন বা ট্রেনের টিকিট কেটেছেন। সঠিক দিনে, সঠিক সময়ে প্লেনে উঠে দেখলেন আপনার সিটে বসে রয়েছেন আপনারই ‘হমশকল’! একটু ঘাবড়ে যাওয়ার মতো হলেও বেশ মজার কিন্তু ব্যাপারটা? ঠিক এই ঘটনাই ঘটেছে গ্লাসগোর ফটোগ্রাফার নিল টমাস ডগলাস।

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১১:১০
Share:

ধরুন আপনি প্লেন বা ট্রেনের টিকিট কেটেছেন। সঠিক দিনে, সঠিক সময়ে প্লেনে উঠে দেখলেন আপনার সিটে বসে রয়েছেন আপনারই ‘হমশকল’! একটু ঘাবড়ে যাওয়ার মতো হলেও বেশ মজার কিন্তু ব্যাপারটা? ঠিক এই ঘটনাই ঘটেছে গ্লাসগোর ফটোগ্রাফার নিল টমাস ডগলাস।

Advertisement

গলওয়ে যাওয়ার জন্য লন্ডন স্যানস্টেড থেকে রায়ান এয়ার ফ্লাইটের টিকিট কেটেছিলেন ডগলাস। প্লেনে উঠে দেখেন তাঁর সিটে বসে রয়েছেন ঠিক যেন তাঁর যমজ ভাই! দু’জনের চেহারা হুবুহু এক রকম তো বটেই, দাড়ির ধরনটাও একদম খাপে খাপে মিলে গিয়েছে। ডগলাস বলেন, ‘‘আমার সিটে আগে থেকেই এক জন বসেছিলেন। যখন তিনি আমার দিকে তাকালেন যেন মনে হল আমি নিজেকেই দেখছি।’’ দু’জনের সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন ডগলাস। তার পর থেকে অন্তত হাজার বার রিটুইট করা হয়েছে সেই ছবি।

তবে সমাপতনের গল্পটা এখানেই শেষ নয়। গলওয়ে পৌঁছেও একই হোটেলে ওঠেন তাঁরা। রাতে পাবে গিয়ে দু’জনে এক সঙ্গে চুটিয়ে মজাও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement