Philadelphia plane crash

বিমানের ভাঙা টুকরো ছিটকে এসে লাগল মাথায়, আমেরিকার রেস্তরাঁয় জখম প্রৌঢ়, ভিডিয়ো প্রকাশ্যে

ফিলাডেলফিয়ার বিমানটিতে ছ’জন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ওড়ার পরেই তা মুখ থুবড়ে পড়ে রাস্তার উপর। ওই এলাকাতেই একটি রেস্তরাঁয় বসে বিমানের ভাঙা অংশে জখম হয়েছেন প্রৌঢ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯
Share:

ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনার ফলে মাথায় চোট প্রৌঢ়ের। ছবি: ভিডিয়ো থেকে।

পর পর দু’টি বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। খাস ওয়াশিংটনে সেনার চপারের সঙ্গে বিমানের সংঘর্ষের পরে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ল আরও একটি বিমান। সেই দুর্ঘটনায় রেস্তরাঁর ভিতরে বসে বসেই জখম হন এক প্রৌঢ়। বিমানের ভাঙা টুকরো ছিটকে এসে লাগে তাঁর মাথায়। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

ফিলাডেলফিয়ার বিমানটিতে ছ’জন ছিলেন। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) রওনা দিয়েছিল বিমানটি। গন্তব্য ছিল মিসৌরি। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যেই রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরে যায়। এমনকি, কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। ওই এলাকাতেই একটি রেস্তরাঁয় বসে বিমানের ভাঙা অংশে জখম হন প্রৌঢ়।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় বসে খাবার খাচ্ছিলেন প্রৌঢ়। আচমকা পাশ থেকে ছিটকে আসে একটি ধাতব বস্তু। সোজা তাঁর মাথায় লাগে এবং টুপি খুলে পড়ে যায়। প্রৌঢ়ও বেঞ্চের উপর হেলে পড়েন। আচমকা এই ঘটনায় রেস্তরাঁর মধ্যে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। কী ঘটেছে, বুঝতে পারেননি অনেকেই। ভূমিকম্প হচ্ছে মনে করে কেউ কেউ টেবিলের নীচে আশ্রয়ও নেন। পরে রেস্তরাঁর লোকজন জখম প্রৌঢ়কে ধরে তোলেন এবং তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ভাইরাল এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ফিলাডেলফিয়ার ওই রেস্তরাঁর মালিক বলেছেন, ‘‘আমরা এখনও স্তম্ভিত। কিন্তু সকলে ঠিক আছি। আমাদের এক খদ্দেরের মাথায় আঘাত লেগেছে। ওঁকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আশা করি উনি ভাল আছেন।’’

জানা গিয়েছে, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দরে মূলত বাণিজ্যিক জেট এবং চার্টার্ড বিমান ওঠানামা করে। সেখান থেকে ওড়ার পর পাঁচ কিলোমিটারের মধ্যে ভেঙে পড়েছে লিয়ারজেট ৫৫ বিমান। ফিলাডেলফিয়ার জরুরি বিভাগ এই দুর্ঘটনাকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে। দুর্ঘটনার সময়ে শহরে বৃষ্টি পড়ছিল। তার ফলে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement