চিড়িয়াখানার উঁচু দেওয়াল টপকে ঢুকেছিলেন এক যুবক। ইচ্ছে ছিল খুব কাছ থেকে বাঘের ছবি তোলার। আর সেই ইচ্ছেই তাঁর কাল হল। পা হড়কে উঁচু পাঁচিল থেকে গোটা তিন চারেক বাঘের সামনে পড়ে গেলেন তিনি। এর পর পরিণতি যা হওয়ার তাই হল। চিড়িয়াখানা থেকে আর বেঁচে বাড়ি ফেরা হল না তাঁর। ওই যুবকের দেহ ছিন্নভিন্ন করে দিল বাঘ।
ঘটনাটি ঘটেছে চিনের নিংবো শহরের ইয়ংগোর ওয়াইল্ডলাইফ পার্কে। এক প্রত্যক্ষদর্শীর তোলা এই ঘটনাটির ভয়াবহ ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওয়াইল্ডলাইফ পার্কের নিরাপত্তারক্ষীরা জল কামান আর শূন্যে গুলি চালিয়ে ভয় দেখিয়ে বাঘের কবল থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। প্রায় প্রায় ঘণ্টা খানেক পর বাঘের কবল থেকে মুক্ত করে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ওই ওয়াইল্ডলাইফ পার্কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ইয়ংগোর ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষের দাবি, ওই যুবক নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে, বিনা টিকিটে চিড়িয়াখানার উঁচু দেওয়াল টপকে ঢুকেছিলেন। নীচে দেওয়া হল সেই ভয়াবহ ঘটনার ভিডিও।
দেখুন ভিডিও: