পকেটে বন্দুক, বিমানে আমেরিকা থেকে জাপান

পকেটে বন্দুক নিয়ে আমেরিকা থেকে জাপান চলে গিয়েছেন তিনি! অথচ আটলান্টা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ধরাই পড়েনি কিছু। গত ৩ জানুয়ারির এই ঘটনার পরে নড়ে বসেছে আমেরিকার ‘ট্রান্সপোর্টেশন সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ)। 

Advertisement

সংবাদ সংস্থা

আটলান্টা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০২:১৪
Share:

পকেটে বন্দুক নিয়ে আমেরিকা থেকে জাপান চলে গিয়েছেন তিনি! অথচ আটলান্টা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ধরাই পড়েনি কিছু। গত ৩ জানুয়ারির এই ঘটনার পরে নড়ে বসেছে আমেরিকার ‘ট্রান্সপোর্টেশন সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ)।

Advertisement

সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে— ‘‘টিএসএ নিশ্চিত, ওই ব্যক্তির নিরাপত্তা পরীক্ষায় গাফিলতি ছিল। কারণ যাত্রীটি আগ্নেয়াস্ত্র নিয়ে হার্টসফিল্ড-জ্যাকসন অ্যাটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মমাফিক নির্দিষ্ট মানের টিএসএ চেকপয়েন্ট দিয়েই গিয়েছিলেন।’’ ডেল্টা এয়ারলায়েন্সের বিমানে জাপান গিয়েছিলেন ওই যাত্রী। বন্দুকের ব্যাপারটা ধরতে পেরে তারাই টিএসএ-কে জানায়।

গত দু’সপ্তাহ ধরে মার্কিন সরকারের শাট ডাউন চলছে। বিনা বেতনে টিএসএ কর্মীদের কাজ করতে হচ্ছে। একটি মার্কিন সংবাদমাধ্যমেই সম্প্রতি দাবি করা হয়েছে, অন্তত ৪টি বড় বিমানবন্দরের কয়েকশো টিএসএ কর্মী অসুস্থ জানিয়ে ছুটিতে রয়েছেন। টিএসএ অবশ্য শাট ডাউনের জন্য নিরাপত্তা ব্যবস্থায় খামতির অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, কর্মীরা স্বাভাবিক ভাবেই কাজ করছেন। তারা এ-ও জানিয়েছে, বন্দুক নিয়ে বিমানে ওঠার ঘটনায় যে কর্মীদের গাফিলতি ছিল, তাঁদের খুঁজে বার করা হবে। শাস্তিও দেওয়া হবে।

Advertisement

টিএসএ-র চোখে ধুলো দিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানে ওঠার ঘটনা আগেও ঘটেছিল। ২০১৫তে একটি তদন্তকারী সংস্থা গোপনে বিস্ফোরক নিয়ে বিমানে ওঠার চেষ্টা করেছিল। তারা একাধিক বিমানবন্দরে ওই পরীক্ষা চালায়। কিন্তু টিএসএ-র স্ক্যানারে বিস্ফোরক ধরা পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন