দরজা খোলার চেষ্টা, গ্রেফতার এক বিমানযাত্রী

উড়ানের সময় বিমানের দরজা ধরে টানাটানি করার অপরাধে রবিবার রাতে গ্রেফতার করা হয় এক যাত্রীকে। নেদারল্যান্ডসের সরকারি বিমান সংস্থা কেএলএম-এর এডিনবরা থেকে আমস্টারডাম যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। সংস্থা সূত্রের খবর, বিমান তখন উড়ছিল প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায়।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০২
Share:

উড়ানের সময় বিমানের দরজা ধরে টানাটানি করার অপরাধে রবিবার রাতে গ্রেফতার করা হয় এক যাত্রীকে।

Advertisement

নেদারল্যান্ডসের সরকারি বিমান সংস্থা কেএলএম-এর এডিনবরা থেকে আমস্টারডাম যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। সংস্থা সূত্রের খবর, বিমান তখন উড়ছিল প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায়। আচমকাই জেমস্ গ্রে নামে ওই যাত্রী উঠে গিয়ে দরজার হাতল ধরে টানাটানি শুরু করেন। চোখে পড়তেই বিমানসেবিকারা ছুটে গিয়ে আটকান তাঁকে। পরে বিমানটি শিফোল বিমানবন্দরে নামলে পুলিশ গ্রেফতার করে তাঁকে। জেমসের অবশ্য দাবি, বিমানের দরজাকে শৌচালয়ের দরজা বলে ভুল করেছিলেন তিনি। কিন্তু, এই ভুলের জন্য যে তাঁকে গ্রেফতার করা হবে, ভাবতেও পারেননি তিনি। পরে ৬০০ ইউরো জরিমানা দিয়ে ছাড়া পান তিনি। আগামী পাঁচ বছর কেএলএম-এর বিমানে তিনি কোথাও যাত্রা করতে পারবেন না বলেও ফতোয়া জারি করেছে ওই বিমান সংস্থা।

স্কটল্যান্ডের একটি সংবাদ সংস্থাকে জেমস্ বলেন, ‘‘আমি ভুলবশত দরজার হাতল হাত দেওয়ার জন্য বিমানসেবিকাদের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু কেউ আমার কথা শোনেননি।’’ ওই যাত্রীর আচরণের জন্যই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হয়েছে বলে ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন