— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছেন এক তরুণী। অফিসে সহকর্মীদের সঙ্গে আলাপচারিতা হচ্ছিল। তার মধ্যেই এক পুরুষ সহকর্মী আলাপ করতে এসে তাঁকে বলে বসলেন, ‘‘তোমাকেই তো স্বপ্নে দেখছি।’’ পরে একই কথা বিস্তারিত ভাবে করে লিখে মোবাইলে মেসেজ পাঠিয়ে দেন যুবক। তাঁর এই ‘প্রশস্তি’ মোটেই ভাল ভাবে নেয়নি অফিস। অভিযোগ দায়ের হয়। তার পর ১৪ বছরের চাকরি গিয়েছে ওই পুরুষকর্মীর। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। সংশ্লিষ্ট সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, অফিসের মধ্যে কোনও রকম যৌন ইঙ্গিতবাহী মন্তব্য তারা বরদাস্ত করবে না।
লন্ডনে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রযুক্তিবিদ হিসাবে কাজে যোগ দেন ভেনেসা নামে এক তরুণী। তাঁকে দেখে এবং তাঁর নাম শুনে প্রশস্তি গাইতে শুরু করেন অফিসের এক দশকের বেশি পুরনো কর্মী এলরিক। আরও পাঁচ জন সহকর্মীর সামনে তিনি নিজের স্বপ্নের গল্প বলতে শুরু করেন। এলরিক জানান, ভেনেসা ওই অফিসে কাজে যোগ দেওয়ার পর তাঁর অনেক দিন আগে দেখা একটি স্বপ্ন সত্যি হয়েছে। ওই যুবক বলেন, ‘‘এক দিন স্বপ্নে দেখছিলাম, এক সুন্দরী নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। আমি তাকে বাধা দিতে যাই। কিন্তু সে শোনেনি। তবে নদীতে ঝাঁপ দিলেও মৃত্যু হয়নি তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল।’’ এরিক দাবি করেন, তিনি ঘুমের মধ্যে মোটামুটি দু’রকমের স্বপ্ন দেখেন। একটি হল, কোনও বিপদগ্রস্ত মানুষকে তিনি উদ্ধার করছেন। দ্বিতীয়টি তিনি কোনও নতুন সম্পর্কের মধ্যে গিয়েছেন। তিনি জানান, ২০২১ সালে এমনই একটি স্বপ্ন দেখেছিলেন। তাতে দেখেছিলেন, তিনি কঠিন কাজের মধ্যে ফেঁসে গিয়েছেন। তখন ভেনেসা নামে এক সুন্দরী তাঁকে সাহায্য করেন। তাঁর মৃত বোন নাকি স্বপ্নে বলেছিলেন, ভেনেসাই তাঁর জীবনসঙ্গিনী হবেন। সহকর্মীদের এলরিক বলেন, ‘‘কী আশ্চর্য দেখো, আজ ভেনেসা নামে এক তরুণীই আমাদের অফিসে যোগ দিল।’’
এলরিকের ওই কথা অফিসে পাঁচকান হয়ে যায়। খবর পৌঁছে যায় এইচআর (মানবসম্পদ উন্নয়ন) দফতরে। সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয় এরিককে। তার মধ্যে ভেনেসাও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, একই কথা লিখে তাঁকে মেসেজ করেছেন ওই সহকর্মী। এই আচরণ তাঁর মোটেই ভাল লাগেনি। সহকর্মীর বার্তা যৌন ইঙ্গিতবাহী বলে মনে হয়েছে তাঁর।
শেষ পর্যন্ত আদালতে ওঠে মামলাটি। অফিসে বিপরীত লিঙ্গের সহকর্মীকে নিয়ে এলরিকের মন্তব্য গর্হিত অপরাধ বলেই মনে করছে আদালত। শাস্তি হিসাবে চাকরি যায় যুবকের। তবে আদালত স্পষ্ট করেছে, স্বপ্নের জন্য নয়, এলরিককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেই স্বপ্ন নিয়ে অফিসে আলোচনা করা এবং মহিলা সহকর্মীকে মেসেজ করার জন্য।