রুত্তে-র জয় দেখে স্বস্তিতে ইউরোপ

এপ্রিলে ভোট ফ্রান্সে, সেপ্টেম্বরে জার্মানিতে। তার আগে কিঞ্চিৎ স্বস্তি দিয়ে নেদারল্যান্ডসে ক্ষমতা ধরে রাখলেন রক্ষণশীল দলের নেতা মার্ক রুত্তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৩১
Share:

এপ্রিলে ভোট ফ্রান্সে, সেপ্টেম্বরে জার্মানিতে। তার আগে কিঞ্চিৎ স্বস্তি দিয়ে নেদারল্যান্ডসে ক্ষমতা ধরে রাখলেন রক্ষণশীল দলের নেতা মার্ক রুত্তে।

Advertisement

অতি-দক্ষিণপন্থীদের বাড়বাড়ন্ত খুবই চিন্তায় রেখেছিল রুত্তেকে, সঙ্গে গোটা ইউরোপের রাষ্ট্রনায়কদেরই। অনেকেই আশঙ্কা করছিলেন, ব্রেক্সিট এবং ট্রাম্পের জমানায় ইউরোপও হয়তো ভেসে যাবে অতি-দক্ষিণের জোয়ারে। প্রথম রাউন্ডে সেটা ঘটতে দিল না নেদারল্যান্ডস। বুধবার রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুত্তে বলেছেন, ‘‘আজকের রাতটা নেদারল্যান্ডসের রাত— ব্রেক্সিটের পর, মার্কিন নির্বাচনের পর— আমরাই বললাম স্টপ ইট! জনপ্রিয়তা কুড়োনোর ভুল নীতি থামাতে পারলাম!’’

রুত্তের প্রতিপক্ষ ছিলেন অতি-দক্ষিণ নেতা গিয়ার উইল্ডার্স। অভিবাসীদের ঘোর বিরোধী। ইউরোপীয় ইউনিয়নের বিরোধী। তাঁর দল রুত্তের থেকে ১৩টি আসন কম পেয়েছে। রুত্তের বক্তৃতা শোনার পরে উইল্ডার্স বলেছেন, ‘‘এত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। রুত্তে এত সহজে নিষ্কৃতি পাবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement