PM Narendra Modi at Mauritius

মরিশাসের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন মোদী, উপহারে দিলেন মাখনা এবং কুম্ভের জল!

এই নিয়ে পঞ্চম বার মরিশাস সফরে গেলেন মোদী। ১৯৯৮ সালে প্রথম বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে গিয়েছিলেন। এর আগে শেষ বার ২০১৫ সালে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০০:১৪
Share:

মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআই।

মরিশাসের সর্বোচ্চ সম্মাননা, ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, দু’দিনের মরিশাস সফরের প্রথম দিনেই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম তাঁকে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেন।

Advertisement

ওই কর্মসূচিতে মোদীর উদ্দেশে নবীনচন্দ্র বলেন, ‘‘প্রধানমন্ত্রী, এই সম্মাননা আপনার প্রাপ্য। আমরা একটি প্রজাতন্ত্র হওয়ার পর থেকে, মাত্র পাঁচ জন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে এক জন ব্যক্তি যাঁকে আমরা ‘আফ্রিকার গান্ধী’ বলি, সেই নেলসন ম্যান্ডেলা ১৯৯৮ সালে এই সম্মান পেয়েছিলেন।’’ মরিশাসের প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে মঙ্গলবার ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই কার্ড) দিয়ে সম্মানিত করেন মোদী। প্রসঙ্গত, এর আগে গায়না, কুয়েত, ডোমিনিকান রিপাবলিকের মতো দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা পেয়েছেন মোদী।

বুধবার মরিশাসের ‘জাতীয় দিবস’ পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছেন মোদী। পাশাপাশি, দু’দিনের এই সফরে ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক এবং কৌশলগত প্রভাব বাড়ানোও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রাজধানী পোর্ট লুইসের বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাত হাজির ছিলেন প্রধানমন্ত্রী নবীনচন্দ্র এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। এর পরে মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল ও তাঁর স্ত্ৰীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। জরির কাজ করা বেনারসি শাড়ি, গুজরাতে তৈরি কারুকাজ করা সাদেলি বাক্সের পাশাপাশি মরিশাসের রাষ্ট্রনেতাদের জন্য মোদীর নিয়ে যাওয়া উপহারের তালিকায় ছিল বিহারের খাদ্য মাখানা এবং প্রয়াগ সঙ্গমের মহাকুম্ভের পবিত্র জল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement