বলেন্দ্র শাহ। — ফাইল চিত্র।
তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে পড়ে পদ হারিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যে ‘জেন-জ়ি’ আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছিল নেপালের প্রধানমন্ত্রীকে, সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্যতম মুখ তথা কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ এ বার শামিল প্রধানমন্ত্রীর দৌড়ে। জানা গিয়েছে, সম্প্রতি বলেন্দ্র নেপালের নামী টিভি উপস্থাপক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রবি লামিচানের ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’-তে নাম লিখিয়েছেন।
আগামী মার্চে নেপালের নির্বাচনে ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ জয়ী হলে প্রধানমন্ত্রীর আসনে বসবেন বলেন্দ্র। খবর, এই মর্মে রবি লামিচানের সঙ্গে একটি চুক্তিও হয়ে গিয়েছে বলেন্দ্রর। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আসন্ন সাধারণ নির্বাচনে বলেন্দ্র এবং রবি-র জোট বর্তমান বড় রাজনৈতিক দলগুলির কাছে ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়াতে পারে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে