Airplane

প্রতিদিন বিমানে চেপে অফিস যান ইনি!

সপ্তাহে পাঁচ দিন অফিস। প্রতি দিন ঘুম থেকে ওঠেন সাড়ে ৫টা নাগাদ। ১৫ মিনিট গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাঙ্ক বিমানবন্দর। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে অকল্যান্ড। এই সময়ে তিনি পাড়ি দেন ৫৮৬ কিলোমিটার। প্রতি দিন এ ভাবেই বিমানে চড়ে অফিস করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৫:০০
Share:

বিমানে উঠছেন কার্ট ভন বাদিনস্কি। ছবি: সংগৃহীত।

অফিসে যাওয়ার জন্য প্রতি দিন যদি বিমানে সফর করতে হয়, তবে কেমন হয় ব্যাপারটা? ভাবছেন এমনটা আবার হয় নাকি! বিশ্বাস না হলেও এমনটাই করেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দা কার্ট ভন বাদিনস্কি। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। এ ছাড়া সান ফ্রান্সিসকোর একটি তথ্যপ্রযুক্তি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতাও তিনি। কর্মস্থলে যেতে প্রতি দিন বিমানে সফর করতে হয় তাঁকে।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক তাঁর দৈনন্দিন রুটিন।

সপ্তাহে পাঁচ দিন অফিস। প্রতি দিন ঘুম থেকে ওঠেন সাড়ে ৫টা নাগাদ। ১৫ মিনিট গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাঙ্ক বিমানবন্দর। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে অকল্যান্ড। এই সময়ে তিনি পাড়ি দেন ৫৮৬ কিলোমিটার। প্রতি দিন এ ভাবেই বিমানে চড়ে অফিস করেন।

Advertisement

আরও পড়ুন: ব্রিটেনের সর্বকনিষ্ঠ চিকিৎসকের রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত অর্পণ

বিমানে থাকাকালীন প্রয়োজনীয় কাজকর্মও সেরে নেন তিনি। প্রতি দিনের সব খবরাখবরেও চোখ বুলিয়ে নেন ওই সময়ের মধ্যেই। অকল্যান্ড বিমানবন্দর থেকে সান ফ্রান্সিসকো পৌঁছনোর জন্য আর এক বার গাড়িতে চড়েন তিনি।

এত দূরের পথ পাড়ি দিয়ে নিয়মিত অফিস করেন বাদিনস্কি। এবং তা করেন কখনও দেরি না করেই। মাসের পর মাস এ ভাবেই চলছে তাঁর কর্মজীবন। ভন বাদিনস্কি বিবিসি-কে বলেন, ‘‘ছ’ঘণ্টার যাত্রাপথ আমি যথাযথ ভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা নতুন দিন শুরুর অপেক্ষায় থাকি। এত পথ পাড়ি দেওয়ার পরেও আমি মোটেও ক্লান্ত নই।’’ এমনকী বাদিনস্কির এই যাত্রায় কোনও নিরাপত্তারক্ষীও থাকেন না। সকাল ৮টা ৩০ মিনিটে অফিসে ঢুকে বিকাল ৫টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন বাদিনস্কি। একই পথে রাত ৯টায় বাড়িতে পৌঁছন। সারা দিনে তাঁকে পুরো ৭৭০ মাইল পাড়ি দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন