লুথার কিং নিয়ে মন্তব্য, বরখাস্ত মার্কিন সাংবাদিক  

তাঁর কথায়, ‘‘আমি কর্মজীবনে কয়েক হাজার বার মার্টিন লুথার কিংয়ের নাম উচ্চারণ করেছি। এই প্রথম এই রকম ভুল হল।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৫:৩৯
Share:

মার্টিন লুথার কিং জুনিয়ার

টেলিভিশনে মার্টিন লুথার কিং জুনিয়ারকে নিয়ে ‘বিদ্বেষমূলক মন্তব্য’ করায় বরখাস্ত হলেন এক সাংবাদিক। শুক্রবার সন্ধ্যায় খবর পড়ার সময়ে ওই কৃষ্ণাঙ্গ নেতার নাম অনুসারে রচেস্টারের একটি পার্কের নাম উল্লেখ করতে গিয়ে কটূক্তি করে বসেন জেরেমি ক্যাপেল নামে ওই সাংবাদিক। দু’দিনের মাথায় তাঁকে বরখাস্ত করেছে চ্যানেলটি। তারা জানিয়েছে, ক্যাপেলের এই আচরণ ‘অসহনীয়’। গত কাল ক্ষমা চেয়েছেন ক্যাপেল নিজেও। জানিয়েছেন, তিনি একটি ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছেন ঠিকই। কিন্তু কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তাঁর কথায়, ‘‘আমি কর্মজীবনে কয়েক হাজার বার মার্টিন লুথার কিংয়ের নাম উচ্চারণ করেছি। এই প্রথম এই রকম ভুল হল।’’

Advertisement

ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে ক্যাপেল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কথা বলতে গিয়ে শব্দ তালগোল পাকিয়ে এই বিপত্তি। তাঁর কথায়, ‘‘আমায় নিয়মিত দেখলে বোঝা যাবে, আবহাওয়ার খবর বলার সময়ে একসঙ্গে অনেক তথ্য দিতে চাই। তাই তাড়াতাড়ি অনেক কথা বলে ফেলতে হয়। মার্টিন লুথার কিং জুনিয়রের নাম বলার সময়ে তাড়াহুড়ো করে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছি।’’ তাঁর কথায়, ‘‘যে শব্দটি নিয়ে বিতর্ক, আমি হলফ করে বলতে পারি সেটা আমি বলিনি। আমার কথায় কেউ আহত হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। এক জন মহান মানুষ সম্পর্কে কটুক্তি করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। উনি সর্বকালের শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীদের অন্যতম।’’

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট দেখে তাঁদের সচেতন করেন এক কর্মী। এর পরেই ক্যাপেলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক কর্তার কথায়, ‘‘আমাদের এক সাংবাদিকের এই মন্তব্যের জন্য সব দর্শকের কাছে ক্ষমাপ্রার্থী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement