প্রতীকী ছবি।
সাইবেরিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ২২ জনের। ওই হেলিকপ্টারে ৩ জন ক্রু মেম্বার-সহ ২৫ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারটি স্কল বিমান সংস্থার। শুক্রবার গভীর রাতে খারাপ আবহাওয়ার কারণে উত্তর-পশ্চিম সাইবেরিয়ার ইয়ামাল দ্বীপে ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ জনের। ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এঁদের মধ্যে থেকেই কেউ এক জন সাহায্যের জন্য ইমারজেন্সি নন্বরে ফোন করেন। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় ১৪০ জনের একটি উদ্ধারকারী দল। হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। সেগুলি পরীক্ষার পরেই জানা যাবে ভেঙে পড়ার আসল কারণ কী। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা।
আরও খবর...
এই সব ট্রেনের গতির কাছে গতিমান-ট্যালগোরা নস্যি