International News

দু’জনেরই চাই ২১ বছরের যুবককে, প্রতিযোগিতায় ফেসবুক-গুগল

বয়স মাত্র ২১। এরই মধ্যে বিশ্বের প্রথম সারির সংস্থার চাকরি ছেড়ে সে চলেছে অন্য এক নামজাদা সংস্থার হাত ধরতে। তাঁর সিভি-তে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কলামে জ্বলজ্বল করছে ফেসবুকে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা। এ বার সেই চাকরি ছেড়েই গুগলের হাত ধরতে চলেছে ২১ বছরের মাইকেল সেম্যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৮:০৬
Share:

১৩ বছর বয়সে প্রথম মোবাইল অ্যাপ তৈরি করেছিলেন মাইকেল। ছবি: মাইকেলের ফেসবুক পেজের সৌজন্যে।

মার্ক জুকেরবার্গ, না সুন্দর পিচাই। কার হাত ধরবেন তিনি?

Advertisement

বয়স মাত্র ২১। এরই মধ্যে বিশ্বের প্রথম সারির সংস্থার চাকরি ছেড়ে সে চলেছে অন্য এক নামজাদা সংস্থার হাত ধরতে। তাঁর সিভি-তে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কলামে জ্বলজ্বল করছে ফেসবুকে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা। এ বার সেই চাকরি ছেড়েই গুগলের হাত ধরতে চলেছে ২১ বছরের মাইকেল সেম্যান।

মাত্র ১৩ বছর বয়সে মোবাইল অ্যাপ তৈরি করেছিলেন তিনি। ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও রয়েছে তাঁর।

Advertisement

আরও পড়ুন: যা করছেন, তার ছাপ থাকছে ডিজিটাল দুনিয়ায়

এর পরেই তিনি নজরে পড়ে যান ফেসবুকের। ১৭ বছর বয়সে ফেসবুকে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন মাইকেল। এক বছরের ইন্টার্নশিপের পর স্থায়ী ইঞ্জিনিয়র হিসাবে কাজে যোগ দেন। তিন বছরের চাকরির পর এখন সেই ফেসবুককেই বিদায় জানাতে চলেছেন মাইকেল। এ দিকে প্রতিভাবান মাইকেলকে ছাড়তে নারাজ ফেসবুকও।

আরও পড়ুন: ব্লু হোয়েলের গুগল সার্চে বিশ্বে সবার উপরে কলকাতা!

মাইকেলের ফেসবুক পোস্ট:

গুগলের তরফে জানানো হয়েছে, তাদের নতুন ভয়েস-বেসড সার্ভিস— ‘অ্যাসিস্ট্যান্ট’-এ যোগ দেবেন মাইকেল। মাইকেল চাকরিতে যোগ দিলে তিনিই হবেন সংস্থার ইতিহাসের কনিষ্ঠতম প্রডাক্ট ম্যানেজার।

এই মুহূর্তে ‘অ্যাসিস্ট্যান্ট’-এর জন্য প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে গুগল-এ। মনে করা হচ্ছে, এই মুহূর্তে অ্যামাজন অ্যালেক্সা ও অ্যাপেল সিরির অন্যতম প্রতিপক্ষ এই ‘অ্যাসিস্ট্যান্ট’।

আরও পড়ুন: অবসাদে ভুগছেন? এ বার বলে দেবে গুগ্‌লই

এর আগে ফেসবুকেও প্রডাক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন মাইকেল। তাঁর কাজ ছিল মূলত তরুণ প্রজন্মেরৈৌ ফোন এবং ফেসবুক ব্যবহারের ট্রেন্ডের উপর নজর রাখা। সেই সময় ফেসবুকেরও কনিষ্ঠতম সদস্য ছিলেন তিনি। ইন্টার্নশিপের পর মার্ক জুকেরবার্গ নিজে দেখা করেছিলেন মাইকেলের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন