সাজা ঘোষণা শেখ হাসিার। ফাইল চিত্র।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আর এ দিনই স্বাধীন বালুচিস্তানের দাবিতে সরব হওয়া মির ইয়ার বালোচ আওয়ামী লীগ নেত্রীকে পরামর্শ দিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ১৯৭১ সালের প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক।
হাসিনাকে সাজা দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বালোচেরা। তাঁদের যুক্তি, একটি সার্বভৌম দেশের অনির্বাচিত সরকার কী ভাবে সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিতে পারে। বালুচিস্তানের নেতাদের একাংশের মতে, বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার আদতে চালিত হচ্ছে পাকিস্তানের অঙ্গুলিহেলনে। সোমবার প্রশ্ন করা হলে মির ইয়ার বালোচ আনন্দবাজারকে বলেন, ‘‘শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার পিছনে পাকিস্তানের হাত রয়েছে, এটা সারা বিশ্বের কাছে পরিষ্কার।’’ তিনি আরও জুড়ছেন, ‘‘১৯৭১ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান)গণহত্যার ইতিহাসকে চিরতরে মুছে ফেলতেই এই ষড়যন্ত্র করেছে পাক সেনা ও সরকার।’’
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে বালোচ নেতার পরামর্শ— ১৯৭১ সালে বাংলাদেশে প্রায় ৩০ লক্ষ বাঙালির গণহত্যাএবং মহিলাদের যৌন নিগ্রহেরঘটনায় আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপকরা উচিত। মির ইয়ার বালোচ বলছিলেন, ‘‘ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখতে গেলেআন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিরুদ্ধে ওঁকে (শেখ হাসিনা) সরব হতেই হবে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে