প্রতীকী ছবি।
মিসাইল হানার মুখে পাকিস্তান। রবিবার আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। সবক’টি ক্ষেপণাস্ত্রই পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত তথা উপজাতি-প্রধান রাজ্য উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আঘাত করেছে বলে জানা গিয়েছে।
পাক নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, চারটি ক্ষেপণাস্ত্রই ছোড়া হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ থেকে। দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কুররাম এজেন্সির পারাচিনার এলাকায়। বাকি দু’টি আঘাত হেনেছে কাচকিনা এলাকার একটি কবরস্থানে। পারাচিনারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে একটি মসজিদের কাছে। কারও হতাহত হওয়ার খবর নেই। তবে একটি দোকানঘর ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: তাওয়াং-এ ভারত ট্রেন পাঠালে ফল খারাপ হবে: আবার হুঁশিয়ারি চিনের
কুররাম এজেন্সি পাকিস্তানের উপজাতি প্রধান রাজ্যটির সবচেয়ে উপদ্রুত অঞ্চল। শুক্রবারই সেখানে জঙ্গি হামলা হয়েছিল। একটি শিয়া ধর্মস্থানে জুম্মার নামাজ উপলক্ষে জমায়েত যখন বিপুল, তখনই গাড়িবোমায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অন্তত ২৪ জনের মৃত্যু হয় এবং ১০০ জন জখম হন। রবিবার সেই পারাচিনার এলাকাতেই আঘাত হানল আফগানিস্তান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র।