Muhammad Yunus on Bangladesh

জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ! মন্তব্য খোদ ইউনূসের, নাগরিকদের ভুয়ো নথির নজিরে লজ্জিত অন্তর্বর্তী সরকার

বুধবার ঢাকার একটি অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশিদের ভুয়ো নথির প্রসঙ্গ তোলেন ইউনূস। দাবি, বিভিন্ন দেশ ভুয়ো নথির কারণেই বাংলাদেশিদের ভিসার আবেদন খারিজ করে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২০:১৭
Share:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

জালিয়াতিতে বাংলাদেশিদের চেয়ে পারদর্শী আর কেউ নেই। তাঁরা এ বিষয়ে বিশ্বচ্যাম্পিয়ন। একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দাবি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এর জন্য বাংলাদেশিদের লজ্জিত হতে হয়েছে। যাঁরা ভুয়ো নথি তৈরি করেন, তাঁদের বুদ্ধিমত্তাকে সৎকাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ইউনূস।

Advertisement

বুধবার ঢাকার শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চিন মিত্রতা কনফারেন্স সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশিদের ভুয়ো নথির প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, ‘‘বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সকলের জানা আছে হয়তো। তবু আমি আবার বলব। পৃথিবীর চ্যাম্পিয়ন, কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল।’’ তিনি আরও বলেন, ‘‘অনেক দেশ তো আমাদের পাসপোর্ট গ্রহণই করতে চায় না। ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো। এখানে আমরা ভুয়োর একটি কারখানা তৈরি করে ফেলেছি।’’ বিশ্বের দরবারে একে বাংলাদেশিদের মাথা হেঁট হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ভুয়ো নথির কারণেই বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসার আবেদন খারিজ করে দেয়, জানিয়েছেন ইউনূস। তাঁর কথায়, ‘‘আমি এমন ঘটনা দেখেছি, যেখানে মানুষ ভুয়ো নথির মাধ্যমে ভিসার আবেদন জানিয়েছেন। এক মহিলা নিজেকে চিকিৎসক দেখিয়ে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু তাঁর সমস্ত নথি ভুয়ো ছিল। মানুষ এ ভাবে অনেক বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার পরিচয় দেন। কিন্তু তা ভুল জায়গায় ব্যবহৃত হচ্ছে।’’ এ ভাবে প্রযুক্তির অপব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি। দেশবাসীর কাছে এই ধরনের জালিয়াতি না করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, ‘‘আমরা চাই না আমাদের দেশ ভুয়োর কারখানায় পরিণত হোক। আমরা আমাদের মেধার ভিত্তিতে পৃথিবীতে মাথা উঁচু করে চলতে চাই।’’

Advertisement

ইউনূসের এই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকে বিদ্রুপ করছেন। আওয়ামী লীগ এই সমস্ত ভিডিয়োকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement