মিউনিখ বিমানবন্দরে স্তব্ধ উড়ান। —ফাইল চিত্র।
ড্রোন হামলার আশঙ্কায় আবার সাময়িক ভাবে বন্ধ করা হল জার্মানির মিউনিখ বিমানবন্দর। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার। শুক্রবার গভীর রাতের (স্থানীয় সময়) ওই ঘটনার জেরে ৩০টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়। ফলে প্রায় সাড়ে ছ’হাজার যাত্রী আটকে পড়েন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
তবে বৃহস্পতিবার রাতের মতোই এ বার কোনও হামলার ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার একটি বিমানের পাইলট আকাশে ড্রোনের দেখা পান। তার পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত উড়ান স্থগিত রাখা হয়। লন্ডনের হিথরো, স্পেনের ল্যাঞ্জারোট এবং পর্তুগালের লিসবন থেকে আসা বিমানগুলিকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভোর ৫ টা পর্যন্ত (স্থানীয় সময়) বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা (স্থানীয় সময়) নাগাদ দক্ষিণ জার্মানির ওই শহরের আকাশে বেশ কয়েকটি ড্রোন দেখা গিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক ভাবে সমস্ত উড়ান স্থগিত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ১৭টি উড়ান বাতিলের পাশাপাশি ১৫টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে সেগুলিকে পার্শ্ববর্তী অস্ট্রিয়ার স্টুটগার্ট, নুরেমবার্গ, ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনা বিমানবন্দরে পাঠানো হয়েছিল বলে মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিলেন। ওই ঘটনার আটকে পড়েছিলেন ৩০০০-এর বেশি যাত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জার্মানি-সহ পশ্চিম ইউরোপের দেশগুলি কিভের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মস্কো পশ্চিম ইউরোপে হামলা চালাতে পারে বলে জল্পনা রয়েছে। কয়েক সপ্তাহ আগে ডেনমার্কের কোপেনহাগেন এবং নরওয়ের অসলো বিমানবন্দরের আকাশসীমায় ড্রোন দেখা যাওয়ায় অনেকগুলি উড়ান বাতিল করা হয়েছিল। যার পর ডেনমার্ক অসামরিক ড্রোন ফ্লাইট নিষিদ্ধ করেছিল। অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। যদিও জার্মানির সরকার এ বারেও জানিয়েছে, ওই ড্রোনগুলি কোন দেশের, তা এখনও চিহ্নিত করা যায়নি।