Bangladesh Situation

বাংলাদেশে শেখ মুজিবের ‘বৃহত্তম’ ম্যুরাল ঢাকা হল! কয়েক ঘণ্টায় সাদা হল রাজশাহীর ৫০ ফুট স্থাপত্য

বাংলাদেশের রাজশাহীতে শেখ মুজিবের ৫০ ফুট উঁচু একটি ম্যুরাল সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে। দাবি করা হয়, এটিই বাংলাদেশে মুজিবের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল। ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পরও জনরোষ আছড়ে পড়েছিল এই ম্যুরালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১
Share:

রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের ৫০ ফুটের ম্যুরাল। এই ম্যুরালটি রবিবার সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশের রাজশাহীতে এ বার সাদা রঙে ঢেকে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের ৫০ ফুট উঁচু ম্যুরাল। শেখ হাসিনার সরকারের আমলে এই ম্যুরালটি তৈরি হয়েছিল। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, তৎকালীন প্রশাসন দাবি করে, এটিই বাংলাদেশে শেখ মুজিবুরের সবচেয়ে বড় ম্যুরাল। রবিবার রাজশাহীর সেই ম্যুরালটিকে সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে।

Advertisement

‘প্রথম আলো’ জানিয়েছে, রবিবার সকালে কয়েক জন রংমিস্ত্রি সেখানে কাজ শুরু করেন। ম্যুরালটিকে সাদা রঙে ঢেকে দেওয়া শুরু করেন তাঁরা। সন্ধ্যার আগেই সেটি পুরো সাদা রঙে ঢেকে দেওয়া হয়। রাজশাহীতে শেখ মুজিবের এই ম্যুরালটি উচ্চতায় ৫৮ ফুট। ম্যুরালের মূল অংশের উচ্চতা ৫০ ফুট এবং চওড়া ৪০ ফুট। ম্যুরালের দু’ধারে প্রায় ৭০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে টেরাকোটার কাজ। গত বছরের ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পরেও এই ম্যুরালে জনরোষ আছড়ে পড়েছিল। সেই সময়ে ক্ষতিগ্রস্ত হয় ম্যুরালটি। তবে সেটি ভেঙে ফেলা যায়নি। রবিবার রাজশাহীর ওই ম্যুরালটি সম্পূর্ণ সাদা রং করে দেওয়া হয়।

ম্যুরালটি সাদা রং করার জন্য কে বা কারা তাঁদের বরাত দিয়েছিল, সে কথা বলতে পারেননি রংমিস্ত্রিরা। ‘প্রথম আলো’ অনুসারে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময়ে বেলা ১১টা) উঁচু মইয়ে উঠে এক জনকে ম্যুরালটিতে রং করতে দেখা যায়। নীচে দাঁড়িয়ে ছিলেন তাঁর এক সহযোগী। পরে সন্ধ্যায় আবার সেখানে গিয়ে দেখা যায়, পুরো ম্যুরালটি সাদা হয়ে গিয়েছে। রংমিস্ত্রিরাও সেখানে আর নেই। খোঁজখবর নিয়ে ‘প্রথম আলো’ জানতে পারে স্থানীয় সময় বিকেল চারটের আগেই সেখান থেকে চলে গিয়েছেন। সন্ধ্যায় পথচলতি মানুষেরা যাওয়া-আসার পথে সাদা রঙে ঢেকে যাওয়া ম্যুরালটি দেখছেন। তবে কেউ কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement