ইনফোসিস প্রতিষ্ঠাতার জামাই মন্ত্রী বিলেতে

তাঁরই সঙ্গে মন্ত্রিসভায় এসেছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত এমপি সুয়েলা ফার্নান্ডেজ। গতকাল এক টুইটে এই খবর জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০২:৩০
Share:

ঋষি সুনক

প্রধানমন্ত্রী টেরেসা মে-র সরকারে মন্ত্রী হচ্ছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক।

Advertisement

চলতি সপ্তাহেই মন্ত্রিসভার রদবদল করেছেন মে। তখনই আবাসন, গোষ্ঠী ও আঞ্চলির প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সংসদীয় আন্ডার-সেক্রেটারির পদে নিয়োগ করা হয় রিচমন্ড কেন্দ্রের এমপি ঋষিকে। তাঁরই সঙ্গে মন্ত্রিসভায় এসেছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত এমপি সুয়েলা ফার্নান্ডেজ। গতকাল এক টুইটে এই খবর জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

বছর ছত্রিশের সুনকের জন্ম ব্রিটেনেই। তাঁর মায়ের ওষুধের দোকান ছিল। বাবা ছিলেন চিকিৎসক। অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনক একটি লগ্নি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে রিচমন্ড থেকে পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। স্ট্যানফোর্ডে তাঁর সহপাঠী ছিলেন নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা।

Advertisement

ব্রেক্সিটের প্রবল সমর্থক ছিলেন সুনক। মে সরকার জানিয়েছে, ব্রিটেন বহু জাতি অধ্যুষিত রাষ্ট্র। তাই সরকারে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন