নামাবলি-জ্যাকেট গেল কোরিয়ায়

গাঁধীর চশমার পর জহরকোটকে নিজের জ্যাকেট বলছেন মোদী, দাবি কংগ্রেসের

ভারত থেকে তাঁরই জন্য এসেছে ওই ‘জহরকোটের’ সারি। জহরকোট, না মোদী-জ্যাকেট? জ্যাকেটের গলায় জ্বলজ্বল করছে গেরুয়া লেবেল। তাতে বড় হরফে লেখা ‘মোদী’, তলায় লেখা ‘জ্যাকেট’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৩:৩১
Share:

জহরকোট কার: মোদী না নেহরুর?

হ্যাঙারে ঝুলছে রংবেরঙের জ্যাকেট। যার মধ্যে দু’টো গায়ে চড়িয়ে ছবি তুলিয়ে টুইট করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

Advertisement

ভারত থেকে তাঁরই জন্য এসেছে ওই ‘জহরকোটের’ সারি। জহরকোট, না মোদী-জ্যাকেট? জ্যাকেটের গলায় জ্বলজ্বল করছে গেরুয়া লেবেল। তাতে বড় হরফে লেখা ‘মোদী’, তলায় লেখা ‘জ্যাকেট’। টুইটারে ছবি দিয়ে মুন লিখেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমায় দারুণ কিছু পোশাক পাঠিয়েছেন। এগুলো সনাতন ভারতীয় পোশাকেরই আধুনিক সংস্করণ— সবাই বলে ‘মোদী-ভেস্ট’। কোরিয়াতেও দিব্যি পরা যায়। পারফেক্ট ফিট।’’

মুন উৎফুল্ল হলেও বিরোধীরা এই নামাবলি-জ্যাকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, ‘‘মোদী তো গোড়া থেকেই সব কিছু চুরি করে নিজের বলে চালাতে চান। কংগ্রেসের প্রকল্পগুলোর নাম পাল্টে নিজের বলে দাবি করেছেন। গাঁধীজির চশমা চুরি করেছেন। এখন জহরকোটকে নিজের জ্যাকেট বলে চালাচ্ছেন।’’

Advertisement

উপহার: এই কোটই গিয়েছে সোলে। ছবি: টুইটার।

কংগ্রেসের অভিযোগ, জওহরলাল নেহরু যে রকম গলাবন্ধ জ্যাকেট পরতেন, তারই নকশায় কিছু অদলবদল করে নিজের নামে চালাচ্ছেন মোদী। মোদীও দীর্ঘদিন এমন জ্যাকেট পরছেন। কিন্তু তিনি বিজেপির অবিসংবাদী মুখ এবং প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ‘মোদী জ্যাকেট’ লব্জটা সুকৌশলে চালু করে দিয়েছেন অনুগামীরা। মোদীর নাম জুড়েই জ্যাকেট বিক্রি শুরু করেছে আমদাবাদের পোশাক-বিপণি ‘জেড ব্লু’। তাদের তৈরি ‘মোদী জ্যাকেট’-ই গিয়েছে কোরিয়ায়। বারাক ওবামার ভারত সফরের সময়ে মোদী নিজের নাম লেখা যে ১০ লাখের স্যুট পরে বিড়ম্বনায় পড়েছিলেন, সেটি তাদেরই তৈরি।
মুন টুইটারে লিখেছেন, ‘‘ভারতে গিয়ে মোদীকে বলেছিলাম, ওই ‘ভেস্ট’-এ তাঁকে দারুণ লাগছে। তিনি একেবারে আমার মাপে বানিয়ে পাঠিয়েছেন।’’ ক’দিন আগেই ‘সোল শান্তি পুরস্কার’ পুরস্কার পেয়েছেন মোদী। আর আগামী ৪ থেকে ৭ নভেম্বর অযোধ্যার ‘দীপোৎসবে’ প্রধান অতিথি হয়ে আসছেন মুনের স্ত্রী কিম জং সুক।
আজ প্রধানমন্ত্রীর উপহারের কূটনীতির প্রশংসা করেও পোশাকের রাজনীতি নিয়ে খোঁচা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তাঁর টুইট, ‘‘আজীবন জেনে এলাম, এগুলো ‘নেহরু জ্যাকেট’। এখন দেখছি, ‘মোদী জ্যাকেট’ লেবেল। ২০১৪ সালের আগে আসলে কিছুরই অস্তিত্ব ছিল না।’’

আরও পড়ুন: মূর্তি আকাশছোঁয়া, সঙ্কটও, বিক্ষোভের মাঝেই পটেলপুজো প্রধানমন্ত্রীর


রাতে মোদী টুইট করেছেন, ‘‘আমার বন্ধুকে ভারতীয় ওয়েস্ট-কোট জ্যাকেটে খুব ভাল লাগছে। আশা করি, এই সামান্য উপহার তাঁর হৃদয়ের কাছাকাছি থাকবে।’’ নিজের টুইটে জ্যাকেটের ‘ব্র্যান্ডটা’ এড়িয়েই গেলেন মোদী। সচেতন ভাবেই কি? রইল জল্পনা।

আরও পড়ুন: পটেলের মূর্তি নিয়ে তরজায় কংগ্রেস-বিজেপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন