আবারও মামলা নেসলের বিরুদ্ধে

ফের কাঠগড়ায় নেসলে। তবে এ বার মার্কিন মুলুকে। তাদের তৈরি ‘ফ্যান্সি ফিস্ট’ নামে একটি ক্যাট-ফুড নিয়ে মামলা করা হয়েছে নেসলে-র বিরুদ্ধে। অভিযোগ, বিড়ালের ওই খাবারটি তৈরির পিছনে লুকিয়ে রয়েছে শিশুদের ক্রীতদাস বানিয়ে রাখার মতো নৃশংস কাহিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০২:০৮
Share:

ফের কাঠগড়ায় নেসলে। তবে এ বার মার্কিন মুলুকে। তাদের তৈরি ‘ফ্যান্সি ফিস্ট’ নামে একটি ক্যাট-ফুড নিয়ে মামলা করা হয়েছে নেসলে-র বিরুদ্ধে। অভিযোগ, বিড়ালের ওই খাবারটি তৈরির পিছনে লুকিয়ে রয়েছে শিশুদের ক্রীতদাস বানিয়ে রাখার মতো নৃশংস কাহিনি।

Advertisement

লস অ্যাঞ্জেলেসের ইউএস ফেডেরাল কোর্টে মামলাটি করেছে ক্যাট-ফুড ক্রেতাদের একটি সংগঠন। তাদের দাবি, ওই খাবার বেচে আসলে শিশুদের ক্রীতদাস বানিয়ে রাখার মতো অপরাধকেই সমর্থন করছে নেসলে।

কী ভাবে ঘটছে এই অপরাধ?

Advertisement

অভিযোগে দাবি করা হয়েছে, নেসলের জন্য ওই ক্যাট-ফুড তৈরি করে ‘তাই ইউনিয়ন ফ্রোজেন প্রোডাক্টস পিসিএল’ নামে একটি সংস্থা। তারাই লক্ষ লক্ষ ডলারের পণ্য সরবরাহ করে আমেরিকায়। তাইল্যান্ডের ওই সংস্থাই শিশুদের ক্রীতদাস বানিয়ে রেখে কাজ করায়।

কী ভাবে? তাইল্যান্ড ও তার পড়শি দেশ মায়ানমারে শিশু পাচারের ঘটনা লেগেই থাকে। পাচার হওয়া ওই সব শিশুদের কিনে নেয় জাহাজের ক্যাপ্টেনরা। তার পর জাহাজে বন্দি করে রেখে চলে অত্যাচার। দিনে ২০ ঘণ্টা করে কাজ। বেতন সামান্যই। ঠিকমতো কাজ করতে না পরলেই জোটে মারধর। ‘মৃত্যুদণ্ড’ পর্যন্ত জুটেছে বহু শিশুর। কিন্তু সে খবর জানতেই পারে না কেউ। অভিযোগ, তাইল্যান্ডের ওই সংস্থাও এ ভাবেই ব্যবহার করে শিশুদের। তাদের ‘ক্যাট-ফুড’-এর উপকরণে সামুদ্রিক মাছ থাকে। এই মাছ ধরার জাহাজেই ব্যবহার করা হয় পাচার হওয়া শিশুদের।

একটি আইনি সংস্থার বক্তব্য, ‘‘এ সব তথ্য সাধারণ মানুষের থেকে লুকিয়ে রেখে নেসলে আসলে শিশুদের ক্রীতদাস বানিয়ে রাখার ঘটনাকে মদত দিয়েছে। অজান্তেই জড়িয়েছে নিরপরাধ ক্রেতাদেরও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন