শিশুকে বাঁচাতেই চেয়েছিল গোরিলা? দেখুন সেই ভিডিও

নয়া বিতর্কে সিনসিনাটির চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত শনিবারই একটি শিশুতে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে বিরল প্রজাতির গোরিলা হারাম্বেকে হত্যা করে তাঁরা। তা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েন কর্তৃপক্ষ। নিজেদের মুখরক্ষা করতে চার বছরের শিশুটির প্রাণের দোহাই দেন তাঁরা। কিন্তু, সিসিটিভি-র একটি নতুন ফুটেজ দেখিয়ে অনেকেই দাবি করছেন, শিশুটিকে মারতে নয়, উল্টে বাঁচানোর চেষ্টা করছিল হারাম্বে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ১৮:১৪
Share:

নয়া বিতর্কে সিনসিনাটির চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত শনিবারই একটি শিশুতে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে বিরল প্রজাতির গোরিলা হারাম্বেকে হত্যা করে তাঁরা। তা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েন কর্তৃপক্ষ। নিজেদের মুখরক্ষা করতে চার বছরের শিশুটির প্রাণের দোহাই দেন তাঁরা। কিন্তু, সিসিটিভি-র একটি নতুন ফুটেজ দেখিয়ে অনেকেই দাবি করছেন, শিশুটিকে মারতে নয়, উল্টে বাঁচানোর চেষ্টা করছিল হারাম্বে। সোশ্যাল মিডিয়ায় ফের কঠোর সমালোচনায় মুখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুধু তাঁরাই নন, সোশ্যাল মিডিয়া ইউজারদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন শিশুটির মা মিশেল ক্রেগও। তাঁদের মতে, বাচ্চার মায়ের উচিৎ ছিল নিজের বাচ্চার আরও খেয়াল রাখা।

Advertisement

গত শনিবার সিনসিনাটি চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় ওয়েস্টার্ন লোল্যান্ড প্রজাতির গোরিলাটি হারাম্বের খাঁচায় পরিখার মধ্যে পড়ে যায় চার বছরের শিশুটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি ছিল, শিশুটিকে ধরে প্রথমেই টানাটানি শুরু করে ১৭ বছরের হারাম্বে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে উল্টোটা— শিশুর প্রাণ বাঁচাতেই তাকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরছে সে। সে সময়ই তাকে গুলি করা হয়।

ওই ঘটনার পরই সরব হন পশুপ্রেমীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ-সহ শিশুটির বাবা-মাকেও কটূক্তি করতে ছাড়েননি তাঁরা। এক জন তো সোশ্যাল মিডিয়ায় এটাও লিখেছেন, “হারাম্বেকে নয়, গুলি করে মারা উচিৎ বাচ্চার বাবা ডিওন ডিকারসনকে।”

Advertisement


নীচের ভিডিওতে দেখে নিন সিসিটিভির নতুন ফুটেজ।


আরও পড়ুন

খাঁচায় পড়ল শিশু, গুলি গোরিলাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন