মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ আদালত

পঠানকোট মামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল আদালত। বিশেষ এনআইএ আদালতের জারি করা এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হচ্ছে পাকিস্তানে। মাসুদের ভাই রউফ এবং পঠানকোট হামলার আরও দুই চক্রীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৯:৩৬
Share:

পঠানকোট মামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল আদালত। বিশেষ এনআইএ আদালতের জারি করা এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হচ্ছে পাকিস্তানে। মাসুদের ভাই রউফ এবং পঠানকোট হামলার আরও দুই চক্রীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া স্থগিত বলে যে দিন ঘোষণা করেছে পাকিস্তান, ঠিক তার পরের দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল জৈশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে। জানুয়ারি মাসে পঞ্জাবের পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ৬ আত্মঘাতী জঙ্গি। আড়াই দিন লড়াই চালিয়ে জঙ্গিদের খতম করে ভারতের সশস্ত্র বাহিনী। হামলার সময় জঙ্গিদের ফোন কল ট্যাপ করে পাওয়া তথ্য এবং পরে তদন্তের মাধ্যমে উঠে আসা অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে জানা গিয়েছে, জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার এই হামলার মূল চক্রী। মাসুদের ভাই রউফ এবং কাশিফ জান ও শাহিদ লতিফ নামে আরও দুই জঙ্গি হামলার ষড়যন্ত্রে মাসুদের সহকারী ছিল। শুক্রবার চার জনের বিরুদ্ধেই মোহালির বিশেষ এনআইএ আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হচ্ছে পাকিস্তানে। এর মাধ্যমে মাসুদ আজহার-সহ পঠানকোট হামলার সব অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে পাকিস্তানের উপর চাপ দেবে ভারত।

আরও পড়ুন:

Advertisement

বিশাল সামরিক জোটে ভারত, উদ্বেগ প্রকাশ করল ইসলামাবাদ

পাকিস্তানের তরফে বৃহস্পতিবারই জানানো হয়েছিল, ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া আপাতত স্থগিত। এনআইএ-র যে প্রতিনিধি দলের অল্প কিছু দিনের মধ্যেই পাকিস্তান যাওয়ার কথা, মাসুদ আজহারের হদিশ যে তাঁদেরকে পেতে দেওয়া হবে না, শান্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ইসলামাবাদ। এনআইএ কর্তারা তাই মাসুদ আজহারের গ্রেফতারি চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত পরোয়ানা জারি করে দিয়েছে। এই গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক মহলের সামনে আরও চাপে ফেলবে পাকিস্তানকে। ভারতে হামলা চালানোয় অভিযুক্ত হিসেবে যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাঁকে পাকিস্তান আশ্রয় দিচ্ছে— রাষ্ট্রপুঞ্জেও এই বক্তব্য পেশ করে সরব হতে চলেছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন