অবশেষে বন্ধনে

উনত্রিশ বছরের প্রণয়ের পর এবার তাঁরা বাঁধা পড়ছেন পরিণয়ে। জানালেন ব্রিটেনের শিক্ষামন্ত্রী নিক গিব। খুব জলদিই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁর পুরুষসঙ্গী মাইকেল সিমন্ডসের সঙ্গে। তবে চলার পথটা মোটেই সহজ ছিল না জানিয়েছেন গিবস। সবচেয়ে কঠিন ছিল ৭৯ বছরের মাকে খবরটা দেওয়া। তবে সব বাধা টপকে অবশেষে সংসারী হচ্ছেন এই সমকামী জুটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:০১
Share:

উনত্রিশ বছরের প্রণয়ের পর এবার তাঁরা বাঁধা পড়ছেন পরিণয়ে। জানালেন ব্রিটেনের শিক্ষামন্ত্রী নিক গিব। খুব জলদিই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁর পুরুষসঙ্গী মাইকেল সিমন্ডসের সঙ্গে। তবে চলার পথটা মোটেই সহজ ছিল না জানিয়েছেন গিবস। সবচেয়ে কঠিন ছিল ৭৯ বছরের মাকে খবরটা দেওয়া। তবে সব বাধা টপকে অবশেষে সংসারী হচ্ছেন এই সমকামী জুটি।

Advertisement

স্নেহের চুম্বন। শনিবার সারাজেভোর এক অনুষ্ঠানে যুদ্ধের বিরুদ্ধে কড়া বার্তা দিতে গিয়ে এক শিশুকে কোলে তুলে নিলেন পোপ ফ্রান্সিস। বিশ্ব জুড়ে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধই কেড়ে নেয় বহু মানুষের জীবন, বিপন্ন করে শৈশব। তাই ভালবাসার মাধ্যমেই যুদ্ধ রোখার ডাক দিলেন পোপ। ছবি: রয়টার্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement