The Brookings Institution

অতি দরিদ্র মানুষের সংখ্যায় নাইজিরিয়া ছাপিয়ে গেল ভারতকে

খাদ্য বস্ত্র আর বাসস্থান – দারিদ্র মাপার এই মৌলিক মাপকাঠিগুলোতে অনেকটাই উন্নতি করেছে ১৩২ কোটির দেশ। বিশ্বে প্রতি সেকেন্ডে কত মানুষ দারিদ্রসীমার উপরে ওঠেন তা মাপার এক পদ্ধতি ওয়ার্ল্ড পভার্টি ক্লক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৮:৪১
Share:

জুন মাসে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী বর্তমানে আট কোটি ৭০ লক্ষ অতি দরিদ্র মানুষের বাস নাইজিরিয়াতে।

ভারত আর সবচেয়ে বেশি সংখ্যক দরিদ্র মানুষের বাসস্থান নয়। অতি দরিদ্র মানুষের সংখ্যার নিরিখে দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখার পর শেষমেশ লজ্জাজনক এই পরিসংখ্যান থেকে শাপমুক্তি ঘটল ভারতের। দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের ওই রিপোর্ট অনুযায়ী নাইজিরিয়ায় বসবাসকারী অতি দরিদ্র মানুষের সংখ্যা ছাপিয়ে গেছে ভারতকে।

Advertisement

খাদ্য বস্ত্র আর বাসস্থান – দারিদ্র মাপার এই মৌলিক মাপকাঠিগুলোতে অনেকটাই উন্নতি করেছে ১৩২ কোটির দেশ। বিশ্বে প্রতি সেকেন্ডে কত মানুষ দারিদ্রসীমার উপরে ওঠেন তা মাপার এক পদ্ধতি ওয়ার্ল্ড পভার্টি ক্লক। সেই পভার্টি ক্লকের তথ্যে ভর করেই প্রতিবেদনটি তৈরি করেছে মার্কিন সংস্থা দ্য ব্রুকিংস ইনস্টিটিউশন। মূলত আর্থিক অগ্রগতির উপর ভর করেই ভারতের শাপমুক্তি ঘটেছে।

জুন মাসে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী বর্তমানে আট কোটি ৭০ লক্ষ অতি দরিদ্র মানুষের বাস নাইজিরিয়াতে। সাত কোটি ৬ লক্ষ অতি দরিদ্র মানুষের বাসস্থান হিসেবে ভারত দু-নম্বরে। এই সব মানুষেরই আয় দৈনিক ১.৯০ ডলারের কম, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩০ টাকা। তবে ভারতের ক্ষেত্রে আশাব্যঞ্জক বিষয়, প্রতি মিনিটে যেখানে নাইজিরিয়াতে ছ’জন মানুষ অতি দারিদ্রসীমার নীচে নামেন, সেখানে প্রতি মিনিটে ৪৪জন ভারতীয় অতি দারিদ্রসীমার ঊর্ধ্বে ওঠেন।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: তেল আর বন্দরে বিনিয়োগ নিয়ে ইরানের জোড়া হুঁশিয়ারি ভারতকে

ভারতের মোট জনসংখ্যার ৫.৩৩ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করেন। তবে পশ্চিম আফ্রিকার ওই দেশটার পরিস্থিতি কিন্তু আঁতকে ওঠার মতো। পরিসংখ্যান বলছে, দেশের প্রায় অর্ধেক অংশই দারিদ্র কবলিত। দেশের ১৮.৬ কোটি জনসংখ্যার ৪৭ শতাংশই দারিদ্রসীমার নীচে বসবাস করেন।

সৌজন্য টাইম ডট কম

অপুষ্টিতে ভোগা এক শিশুর মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শকুনের ছবি বারেবারেই ভেসে ওঠে ইন্টারনেটে। ঘুম কেড়ে নেওয়া ছবিটা ১৯৯৩ সালের। সুদানে সে সময় দুর্ভিক্ষ চলছে। ব্রুকিংস ইনস্টিটিউটের বর্তমান রিপোর্ট বলছে আফ্রিকার সেই ভয়াবহ পরিস্থিতির উন্নতি হয়নি। দারিদ্রের তালিকায় নাইজিরিয়ার এক নম্বরে উঠে আসা সেই ভয়াবহতারই ইঙ্গিতবাহী। বর্তমান গতিতে এগোলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৯০ শতাংশ দরিদ্র মানুষের ঠিকানা হবে আফ্রিকাই।

আরও পড়ুন: গুহার বাইরে হাজির হলিউড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন