মোজ়াম্বিকে ঝড়, মৃত বেড়ে ৬০০

ঘূর্ণিঝড় ইডাইয়ের দাপটে বিপর্যস্ত আফ্রিকা মহাদেশের মোজ়াম্বিক। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০০। সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে কলেরার আতঙ্কও।

Advertisement

সংবাদ সংস্থা 

বেইরা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০২:৩১
Share:

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মোজ়াম্বিকের বেইরা। রয়টার্স

ঘূর্ণিঝড় ইডাইয়ের দাপটে বিপর্যস্ত আফ্রিকা মহাদেশের মোজ়াম্বিক। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০০। সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে কলেরার আতঙ্কও।

Advertisement

মোজ়াম্বিকের বন্দর-শহর বেইরার উপর দিয়ে গত সপ্তাহে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে বয়ে যায় ইডাই। তার পরে জ়িম্বাবোয়ে ও মালাউইয়ের দিকে সরে যায় সেটি।

জমি ও পরিবেশ বিষয়ক মন্ত্রী সেলসো করেইয়া আজ জানান, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হলেও এখনও অবস্থা গুরুতর। ইডাইয়ের জেরে বৃষ্টিতে ভেসে গিয়েছে বুজ়ি ও পাংগ্বি নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে জ়াম্বেজি নদীও। ফের বাঁধ ভাঙারও আশঙ্কা করছে রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ দল। তাদের দাবি, বন্যার জল নামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া অন্য কোনও উপায় নেই।

Advertisement

এ দিকে, বন্যার জেরে বেড়েছে কলেরার প্রকোপও। শুক্রবার পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, বেইরাতেই অন্তত ৫০ হাজার জন কলেরায় আক্রান্ত হয়েছেন। বন্যার জেরে জমা নোংরা জলের কারণে কলেরার প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টি ও বন্যার ফলে শৌচ-ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় কলেরার জীবাণু আরও তাড়াতাড়ি ছড়াচ্ছে।

জ়িম্বাবোয়েতে ইডাইয়ের দাপটে প্রাণ গিয়েছে ২৫৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালাউইয়ে ভারী বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন