আর বাল্যবিবাহ নয়, শপথ নিল বাংলাদেশের গ্রাম

আর কোনও দিন বাল্যবিবাহ হবে না, শপথ নিল গোটা গ্রাম। শুধু তাই নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তুলবেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১৪:১৪
Share:

আর কোনও দিন বাল্যবিবাহ হবে না, শপথ নিল গোটা গ্রাম। শুধু তাই নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তুলবেন তাঁরা। বাংলাদেশের মেহেরপুর সদরের সোনাপুর গ্রামের সকলকে এই প্রতিজ্ঞা করিয়ে নিল প্রশাসন।

Advertisement

কী হয়েছিল?

সোমবার রাতে ওই গ্রামেই দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের তোড়জোড় শুরু হয়। পাত্র ওই গ্রামেরই। কনে-পাত্রের আত্মীয়স্বজন এবং পাড়া-পড়শিরা সকলেই হাজির হয়েছিলেন সেখানে। সবে বিয়ের অনুষ্ঠান শুরু হবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হন প্রশাসনের কর্তাব্যক্তিরা। হাতেনাতে ধরে ফেলেন বরও কনে পক্ষের অনেককেই। এত সবের মধ্যে সুযোগ বুঝে চম্পট দেন বর-কনের বাবা-মা। পরে তাঁদের ধরে নিয়ে আসা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানেই বর-কনের আত্মীয় স্বজনদের তো বটেই, গ্রামের সকলকে দিয়ে বাল্যবিবাহ না করানোর শপথ করিয়ে নেন জেলাশাসক।

Advertisement

দেশবাসীরা যাতে এ ব্যাপারে আরও সচেতন হন সে ব্যাপারে অনেক দিন ধরেই সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি আশাপ্রকাশ করেন, ২০৪০ সালের মধ্যে এই প্রথা মুছে যাবে দেশ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement