US Murder

‘ও আমার শেষকৃত্য করত, কিন্তু ওর শেষকৃত্য করতে হল আমাকে’! বিলাপ আমেরিকায় হত বেঙ্গালুরুর যুবকের মায়ের

প্রসঙ্গত, আমেরিকার ডালাসে একটি হোটেলের ম্যানেজার ছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া ওরফে বব। দীর্ঘ দিন ধরে ডালাসেই থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭
Share:

চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া। তাঁকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই হোটেলের এক কর্মীর বিরুদ্ধে। ফাইল চিত্র।

পুত্রই তাঁর শেষকৃত্য করবেন, এই আশা ছিল তাঁর। কিন্তু তা না হয়ে এখন পুত্রেরই শেষকৃত্য করতে হল তাঁকে। পুত্রকে সদ্য হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অশীতিপর মা। এক সংবাদমাধ্যমকে বৃদ্ধা বলেন, ‘‘কোনও মাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।’’

Advertisement

প্রসঙ্গত, আমেরিকার ডালাসে একটি হোটেলের ম্যানেজার ছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া ওরফে বব। দীর্ঘ দিন ধরে ডালাসেই থাকতেন। সেখানে তাঁর স্ত্রী এবং ১৮ বছর বয়সি পুত্র আছেন। দু’দিন আগে তাঁদের চোখের সামনেই ববের মাথা কেটে হত্যা করা হয়। হত্যাকারী ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ়। ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো তাড়া করে তিনি ববকে খুন করেন বলে অভিযোগ। তার পর তাঁর কাটা মুন্ডু নিয়ে হেঁটে যান। সেটিতে লাথিও মারেন। অভিযুক্ত যুবক ববের হোটেলেরই এক কর্মী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ববের হোটেলের ওয়াশিং মেশিনটি সম্প্রতি ভেঙে গিয়েছিল। তা নিয়েই কর্মীর সঙ্গে তাঁর বচসা হয়। ওই কর্মীকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন বব। প্রথমে মালিকের নির্দেশ বুঝতে পারেননি অভিযুক্ত। মালিকের সঙ্গে সরাসরি কথা না-বলে তিনি অন্য এক কর্মীকে তাঁর বক্তব্য অনুবাদ করে দিতে বলেন। অভিযোগ, এর পর ধারালো অস্ত্র নিয়ে ববের উপর হামলা চালান ওই কর্মী। জখম অবস্থায় কোনও রকমে ছুটে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন বব। কিন্তু লাভ হয়নি। যুবক তাঁকে ধরে ফেলেন। তার পর একের পর এক কোপ মারেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুত্রের মৃত্যুর খবর পৌঁছোয় বেঙ্গালুরুর বাড়িতে। সেই খবর পেয়েই আর এক পুত্রকে নিয়ে আমেরিকায় পৌঁছোন চন্দ্রমৌলির মা। নিজের হাতে পুত্রের শেষকৃত্য করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement