Indigo Flight

রানওয়ের শেষপ্রান্তে পৌঁছেও উড়তে পারল না দিল্লিগামী ইন্ডিগোর বিমান! আপৎকালীন ব্রেক কষলেন পাইলট, তার পর?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি রানওয়েতে গতি তুলে এগোতে থাকে। রানওয়ের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল সেটি। কিন্তু আকাশে ভাসাতে গিয়েই সমস্যার মুখে পড়েন পাইলট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বিমান তখন রানওয়ে ছেড়ে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু উড়তেই পারল না দিল্লিগামী ইন্ডিগোর বিমান। শেষ মুহূর্তে আপৎকালীন ব্রেক কষে বিমানটিকে থামাতে হল পাইলটককে। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা পেল সেটি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ ইন্ডিগোর উড়ানটি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার মুহূর্তে এই দুর্ঘটনার মুখে পড়ে। লখনউ থেকে বিমানটি দিল্লিতে যাচ্ছিল। তার আগেই সমস্যার জেরে উড়ানটি বাতিল করে দেওয়া হয়। বিমানে ১৫১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের পত্নী ডিম্পল যাদবও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি রানওয়েতে গতি তুলে এগোচ্ছিল। রানওয়ের প্রায় শেষ প্রান্তে পৌঁছেও গিয়েছিল সেটি। কিন্তু বিমানটি শূন্যে ভাসাতে গিয়েই সমস্যার মুখে পড়েন পাইলট। বিমানটি উড়তেই পারল না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাইলট আপৎকালীন ব্রেক না কষলে রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যেতে পারত বিমানটি। ফলে অনেক বড় বিপদ হতে পারত। এমনকি প্রাণহানির আশঙ্কাও ছিল। তবে পাইলটের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Advertisement

এর পরই যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে অন্য একটি বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। এ মাসের গোড়াতেই আবু ধাবিগামী ইন্ডিগোর বিমানে মাঝ-আকাশে ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। কোচি থেকে বিমানটি উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে সমস্যা দেখা দেওয়ায় আবার বিমানটিকে ঘুরিয়ে কোচিতে নিয়ে আসা হয়। জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement