International

উচিত শিক্ষা দিয়ে যাব, রাশিয়াকে হুমকি ওবামার

যাওয়ার আগে রাশিয়াকে ‘উচিত শিক্ষা’ দিয়ে যেতে চান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য ‘হ্যাক’ করার অভিযোগে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ১৯:১৪
Share:

ওবামা ও পুতিন।- ফাইল চিত্র।

যাওয়ার আগে রাশিয়াকে ‘উচিত শিক্ষা’ দিয়ে যেতে চান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য ‘হ্যাক’ করার অভিযোগে।

Advertisement

বৃহস্পতিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার ‘ন্যাশনাল পাবলিক রেডিও’য় বলেছেন, ‘‘অন্য কোনও দেশের সরকার যদি আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সরাসরি বা পরোক্ষে প্রভাবিত করার চেষ্টা করে, তা হলে এটা নিয়ে অন্তত কোনও সংশয় থাকা উচিত নয় যে, আমরা তাদের যথাযথ শিক্ষা দেব। আর সেই শিক্ষাটা আমরা কী ভাবে দেব, সেটা আমরাই ঠিক করব। তার সবটাই এখন বলতে চাই না। তবে উচিত শিক্ষা দেবই।’’

আরও পড়ুন- নির্বাচন হ্যাকিংয়েও জড়িয়ে গেল পুতিনের নাম

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, ওবামার এই বিবৃতি থেকে স্পষ্ট, যাওয়ার আগে রাশিয়াকে তার কৃতকর্মের জন্য ‘উচিত শাস্তি’ দিয়ে যেতে চান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। সেটা রাশিয়ার বিরুদ্ধে কোনও অর্থনৈতিক অবরোধ জারি করা হতে পারে। বা রুশ সরকারের অত্যন্ত গোপনীয় কোনও তথ্য ‘হ্যাক’ করা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চুকেবুকে যাওয়ার পর পরই ‘সিয়া’ তার একটি গোপন রিপোর্টে জানায়, নির্বাচনে তথ্য ‘হ্যাক’ করেছিল রুশ সরকার, যাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে আনা যায়।

ওবামা এ দিন স্পষ্টই বলেছেন, ‘‘এটা যে আমি একেবারেই পছন্দ করিনি, তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাল ভাবেই জানেন। তাঁর সঙ্গে এ ব্যাপারে সরাসরি আমার কথা হয়েছে। সেখানে আমি আমার অসন্তোষের কথা কোনও রাখঢাক না রেখেই প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছি। ওঁকে এটাও জানিয়ে দিয়েছি, ছেড়ে কথা বলব না আমরাও। এমনকী, রিপাবলিকানরাও এটা জানেন। তাঁরাও অসন্তুষ্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন