One year old boy

এক বছরের শিশু জিতে গেল সাত কোটি ১২ লাখ টাকার লটারি

কেরলের রামিজ হরমান আবু ধাবিতে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। আগামী ১৩ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হবে ছেলের। রামিজ তাঁর ছেলে মহম্মদ সালাহ-র নামে একটি লটারি কাটেন।

Advertisement

সংবাদ সংস্থা

আবু ধাবি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৩
Share:

প্রতীকী চিত্র।

বয়স এখনও পুরোপুরি এক বছর হয়নি, তার আগেই সাত কোটি টাকার বেশি মূল্যের লটারি জিতে গেল এক শিশু। আসলে ছেলের নামে এই লটারি কেটেছিলেন তার বাবা। সেই লটারিতেই উঠেছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট। বুধবার এই খবর জানিয়েছে আরবের সংবাদ মাধ্যম।

Advertisement

গাল্ফ নিউজের তরফে জানানো হয়েছে, কেরলের রামিজ হরমান আবু ধাবিতে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। আগামী ১৩ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হবে ছেলের। রামিজ তাঁর ছেলে মহম্মদ সালাহ-র নামে একটি লটারি কাটেন।

মঙ্গলবার মাসিক এই লটারির ফলাফল ঘোষণা হলে দেখা যায় টিকিট নম্বর ১৩১৯ জিতে গিয়েছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাত কোটি ১২ লক্ষ ৫০০ টাকা। আর এই পুরো টাকাটাই করমুক্ত অর্থাত্ কোনও টাকা কর হিসেবে পুরস্কার মূল্য থেকে কাটা যাবে না। ভারতে যেখানে বড় অঙ্কের পুরস্কার মূল্য থেকেপ্রায় ৩০ শতাংশবা তারও বেশি কর বাবদ কাটা যায়।

Advertisement

আরও পড়ুন: ৫ লাখ টাকা খরচ করে ঘুমালেন এই ব্যক্তি!

পুরস্কার জেতার খবর শুনে রামিজ জানিয়েছেন, এখন তার ছেলের ভবিষ্যত নিরাপদ। এই অর্থ ছেলের ভবিষ্যতের জন্য খরচ করবেন।

আরও পড়ুন: নুসরতের কোমরের নীচে উঁকি দিচ্ছে ট্যাটু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন