Pakistan

পাক উব্‌র চালকের আতিথেয়তায় মুগ্ধ শিখ পর্যটক

লাহৌর থেকে ওয়াঘা সীমান্তে আসার জন্য একটি উব্‌র ভাড়া করেন তিনি। গাড়িতে আসতে আসতে উব্‌র চালকের সঙ্গে জমে ওঠে গল্প। নির্দিষ্ট সময়ে ওই উব্‌র চালক প্রভদীপকে পৌঁছে দেন ওয়াঘা সীমান্তে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:২৮
Share:

পাক ড্রাইভারের সঙ্গে ভারতীয় পর্যটক। ছবি প্রভদীপ সিংহের টুইটার থেকে।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সবসময় প্রভাব ফেলে না দুই দেশের সাধারণ মানুযের দৈনন্দিক জীবনযাত্রায়। সম্প্রতি সে রকমই এক ঘটনা ফের সামনে এল। এ বার পাকিস্তানের উব্‌র চালকের সৌভ্রাতৃত্ববোধে মুগ্ধ হলেন জনৈক শিখ পর্যটক।

Advertisement

সম্প্রতি পাকিস্তানে ঘুরতে গিয়েছিলেন প্রভদীপ সিংহ নামের এক শিখ ব্যক্তি। লাহৌর থেকে ওয়াঘা সীমান্তে আসার জন্য একটি উব্‌র ভাড়া করেন তিনি। গাড়িতে আসতে আসতে উব্‌র চালকের সঙ্গে জমে ওঠে গল্প। নির্দিষ্ট সময়ে ওই উব্‌র চালক প্রভদীপকে পৌঁছে দেন ওয়াঘা সীমান্তে।

ওয়াঘায় পৌঁছে চালককে ভাড়া দিতে যান প্রভদীপ। কিন্তু অতিথির কাছ থেকে ভাড়া নিতে চাননি ওই উব্‌রচালক আহমেদ।

Advertisement

আরও পড়ুন: লাল অন্তর্বাস পরে বছর শুরু করে হয় নিউ ইয়ার সেলিব্রেশন!

গোটা ঘটনার কথা টুইট করে জানিয়েছেন প্রভদীপ। ওই উব্‌রচালকের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমি পৃথিবীর পাঁচটি মহাদেশে উব্‌র সার্ভিস নিয়েছি। সেরা উব্‌রসার্ভিসের অভিজ্ঞতা হল পাকিস্তানে। লাহৌর থেকে আমাকেওয়াঘা সীমান্তের নামিয়ে দেয় উব্‌রচালক আহমদ। কিন্তু আমার কাছে ভাড়া নিতে অস্বীকার করেন। কারণ আমি একজন ভারতীয় অতিথি।’

এই পোস্ট করার পরেই তা ভাইরাল হয়। নেটিজেনরা পাক উব্‌র চালক আহমেদকে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবেও চিহ্নিতও করেছেন।

আরও পড়ুন: শরণার্থী শিশু মৃত্যু নিয়ে তির ট্রাম্পের

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement