Pakistan Afghanistan Clash

ওরা আগুন নিয়ে খেলছে! দুই বন্ধুর কথায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি কাবুল, তবে এল হুঁশিয়ারিও

পাঁচ দিন ধরে তুরস্কের ইস্তানবুল শহরে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলেছে। বৃহস্পতিবার অবশেষে দুই দেশ সংঘর্ষবিরতি বজায় রাখতে রাজি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১১:৫০
Share:

আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি পাকিস্তানি সেনা। —ফাইল চিত্র।

পাকিস্তানের কেউ কেউ আগুন নিয়ে খেলছেন। যুদ্ধ নিয়ে খেলছেন। আফগানিস্তান যুদ্ধ চায় না। বৃহস্পতিবার দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতার পর এমনটাই মন্তব্য করলেন তালিবান সরকারের মন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি। তিনি জানিয়েছেন, আফগানিস্তানের ভূখণ্ডকে রক্ষা করা তাঁদের অগ্রাধিকার। তার জন্য যা করতে হয়, তাঁরা করবেন।

Advertisement

পাঁচ দিন ধরে তুরস্কের ইস্তানবুল শহরে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলেছে। বৃহস্পতিবার অবশেষে দুই দেশ সংঘর্ষবিরতি বজায় রাখতে রাজি হয়েছে। এই শান্তি-আলোচনার মধ্যস্থতা করেছে তুরস্ক এবং কাতার। দু’টি দেশের সঙ্গেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বৃহস্পতিবার বেশি রাতে তুরস্ক বিবৃতি জারি করে সংঘর্ষবিরতির কথা জানিয়েছে।

২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পাক-আফগান বৈঠক চলেছে। মাঝে এক বার দু’পক্ষের মতবিরোধে আলোচনা ভেস্তে গিয়েছিল। কোন শর্তে তাদের সংঘর্ষবিরতিতে রাজি করাল তুরস্ক, কাতার? বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সব পক্ষ সংঘর্ষবিরতি বজায় রাখতে রাজি হয়েছে। তাদের মধ্যে পর্যবেক্ষণ ও যাচাইয়ের প্রক্রিয়া চলবে। এতেই শান্তি নিশ্চিত করা সম্ভব। কোনও পক্ষ শর্ত লঙ্ঘন করলে তাকে জরিমানা দিতে হবে।’’ সংঘর্ষবিরতি নিয়ে এই শর্তাবলি কী ভাবে প্রয়োগ করা হবে, তা ঠিক করতে ফের আলোচনায় বসবে কাবুল ও ইসলামাবাদ। ৬ নভেম্বর ইস্তানবুলে সেই বৈঠক হবে বলে স্থির হয়েছে।

Advertisement

তালিবান মুখপাত্র সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতার কথা রাতেই পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছেন। তবে পাকিস্তানের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তালিবানের অভিযোগ ছিল, পাকিস্তানের অনৈতিক এবং অযৌক্তিক কিছু দাবির কারণে ইস্তানবুলে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। ফলে দু’পক্ষের মতবিরোধ আরও তীব্র হয়ে উঠেছিল। কাবুলের মন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ‘‘আমরা সকলে মুসলিম, আমরা ভাই, প্রতিবেশী। কিন্তু পাকিস্তানের কেউ কেউ সচেতন ভাবে বা অসচেতন ভাবে আগুন নিয়ে খেলছেন। যুদ্ধ নিয়ে খেলছেন। আমরা কোনও যুদ্ধ চাই না। ভূখণ্ড রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’’

গত ৯ অক্টোবর থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারতের এই দুই পড়শি দেশ। আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসের অভিযোগ তুলে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা সীমান্তে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আফগানেরাও। সেই থেকে দুই দেশের মধ্যে একাধিক বাণিজ্যপথ বন্ধ। যার প্রভাব পড়ছে বাজারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement