সন্ত্রাস-বিধ্বস্ত এশিয়ার এই দেশে নতুন পরিকাঠামো গঠনে ভারত গত কয়েক বছরে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, তার প্রশংসা করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার মার্কিন প্রশাসন জানাল, আফগানিস্তানে ভারতের অর্থনৈতিক কর্মসূচি নিয়ে পড়শি পাকিস্তানের চিন্তায় পড়ার কোনও যুক্তি নেই।
সম্প্রতি আফগানিস্তানের জন্য নয়া মার্কিন নীতির ঘোষণা করেছেন ট্রাম্প। সেখানে তালিবান বা অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার জন্য এক হাত নেওয়া হয়েছে পাকিস্তানকে। গোটা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান যাতে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করে, তার জন্য সম্প্রতি ইসলামাবাদকে ক়ড়া ভাষায় সতর্কও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু গত কাল থেকে সুর নরম করেছে আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক বলেছেন, ‘‘আফগানিস্তানকে সন্ত্রাসমুক্ত করতে ভারতের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ওই অঞ্চলে পাকিস্তানের ভূমিকাকেও অস্বীকার করা যায় না। তবে আমাদের মনে হয় না, আফগানিস্তানের মাটিতে ভারতের অর্থনৈতিক কর্মসূচি নিয়ে পাকিস্তানের সরা সরি ভয় পাওয়ার কোনও কারণ আছে। ভারতকে সমর্থন করার মানে এই নয় যে, আমরা ওখানে পাকিস্তানের ভূমিকাটা মেনে নিচ্ছি না।’’ ওই আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানকেও বুঝতে হবে যে, আমেরিকার সঙ্গে সহযোগিতা করলে আফগানিস্তান যদি জঙ্গিমুক্ত হয়, তাতে উপকৃত হবে ইসলামাবাদও। এই অবস্থায় মার্কিন প্রশাসন এখন চাইছে, প্রতিটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান। ওই মার্কিন আধিকারিকের বক্তব্য, একমাত্র সেটা করলেই বোঝা যাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদ ওয়াশিংটনের পাশে আছে।