Shehbaz Sharif at Iran

‘সব সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই’, ইরানে গিয়ে বললেন পাক প্রধানমন্ত্রী

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের জঙ্গি ডেরায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং তার প্রতিক্রিয়ায় সংঘাতের পর সংঘর্ষবিরতি ঘোষণা করেছে দুই দেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২৩:৪৬
Share:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ছবি রয়টার্স।

কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন, বাণিজ্য-সহ দ্বিপাক্ষিক সমস্ত সমস্যার সমাধানের জন্য নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে চায় ইসলামাবাদ। সোমবার ইরান সফরে গিয়ে এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি বলেন, ‘‘সব সমস্যার সমাধানের জন্য প্রতিবেশীর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা উন্মুখ।’’

Advertisement

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের জঙ্গি ডেরায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং তার প্রতিক্রিয়ায় সংঘাতের পর সংঘর্ষবিরতি ঘোষণা করেছে দুই দেশ। এই আবহে চারটি ‘বন্ধু’ দেশে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। রবিবার তিনি গিয়েছিলেন তুরস্কে। সেখানকার প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ানের সঙ্গে আলোচনা হয় তাঁর। এর পরে ইরানের গিয়ে সোমবার সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি।

আলোচনার পরে যৌথ সাংবাদিক বৈঠকে আলোচনার বার্তার পাশাপাশি প্রয়োজনে সংঘাতের পথ খোলা রাখারও বার্তা দিয়েছেন শাহবাজ়। তিনি বলেন, ‘‘ভারত যদি সংঘাতের পথ বেছে নেয়, তা হলে তার পরিণতি ভোগ করতে হবে। তারা আগ্রাসী হলেও আমরা আমাদের ভূখণ্ড যে কোনও মূল্যে রক্ষা করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement