khaleda zia

‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’! অসুস্থ খালেদাকে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের

গত বছর অগস্টে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। তার পরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শৈত্য অনেকটা কেটেছে। হাসিনা জমানায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত ফেব্রুয়ারি থেকে তা আবার চালু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৩:২৮
Share:

(বাঁ দিকে) খালেদা জিয়া। শাহবাজ় শরিফ (ডান দিকে)। — ফাইল চিত্র।

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর সুস্থতা কামনা করে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বিএনপির সমাজমাধ্যম অ্যাকাউন্টে সে কথা জানানো হয়েছে। শরিফ খালেদাকে লেখা চিঠিতে জানিয়েছেন, বিএনপি নেত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি উদ্বিগ্ন। আল্লাহ্‌র কাছে তাঁরা আরোগ্য কামনা করেছেন বলেও জানিয়েছেন শরিফ।

Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাকে দেওয়া চিঠিতে শরিফ লিখেছেন, ‘‘আপনার অসুস্থতার কথা জেনে আমি গভীর উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার এবং আমার তরফ থেকে আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি।’’ তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার যে অবদান রয়েছে, তা স্বীকৃত। বাংলাদেশ এবং পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আপনার ভূমিকা আমরা গভীর ভাবে মূল্যায়ন করি।’

গত বছর অগস্টে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। তার পরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শৈত্য অনেকটা কেটেছে। হাসিনা জমানায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত ফেব্রুয়ারি থেকে তা আবার চালু হয়েছে। তার পরে বাংলাদেশে পাকিস্তানের সেনাকর্তাদের যাতায়াতও বেড়েছে। এই আবহে বিএনপি নেত্রীর সুস্থতা কামনা করে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ়।

Advertisement

গত কয়েক বছর ধরেই অসুস্থ খালেদা। সম্প্রতি শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, খালেদার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তার সঙ্গে নিউমোনিয়াও হয়েছে। শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার সকালে জানা যায়, তাঁর অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’। শুক্রবার তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশবাসীকে প্রার্থনা করার অনুরোধ করেন ইউনূসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement