Pakistan

বন্যাবিধ্বস্ত শ্রীলঙ্কাকে ‘মেয়াদ উত্তীর্ণ’ ত্রাণ পাঠাল পাকিস্তান! এখনও মুখে কুলুপ শরিফ সরকারের

শ্রীলঙ্কায় পাকিস্তানের হাই কমিশন নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে। তাতে লিখেছে, ‘‘শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য পাকিস্তান সফল ভাবে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাকিস্তান আজ এবং ভবিষ্যতে সব সময় শ্রীলঙ্কার পাশে।’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯
Share:

পাকিস্তানের পাঠানো ত্রাণ সামগ্রীর ব্যাগে লেখা রয়েছে মেয়াদের তারিখ, যা উত্তীর্ণ হয়েছে। ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টি, বন্যা, সবশেষে ঘূর্ণিঝড় দিটওয়ায় বিধ্বস্ত শ্রীলঙ্কা। ভারত-সহ প্রতিবেশী বহু দেশই ত্রাণ পাঠিয়েছে দ্বীপরাষ্ট্রকে। সেই তালিকায় রয়েছে পাকিস্তানও। এ বার পাকিস্তানের পাঠানো ত্রাণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলম্বোয় পাকিস্তানের হাই কমিশন শ্রীলঙ্কাকে পাঠানো সেই ত্রাণের ছবি পোস্ট করেছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, খাবারের প্যাকেটের গায়ে মেয়াদের যে তারিখ লেখা রয়েছে, তা ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছে।

Advertisement

শ্রীলঙ্কায় পাকিস্তানের হাই কমিশন নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে। তাতে লিখেছে, ‘‘শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য পাকিস্তান সফল ভাবে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাকিস্তান আজ এবং ভবিষ্যতে সব সময় শ্রীলঙ্কার পাশে।’ সেই পোস্টে ত্রাণসামগ্রীর কিছু ছবি দিয়েছে পাকিস্তান। তাতে দেখা গিয়েছে, খাবারের প্যাকেটে তার মেয়াদের তারিখ লেখা রয়েছে— ২০২৪ সালের অক্টোবর। সেই মেয়াদ অনেক দিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে।

এর পরেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ সমালোচনা করেছেন পাকিস্তানের। কেউ বলেছেন, বিপাকে পড়া মানুষজনকে আদতে অপমান করছে পাকিস্তান। অনেকে বলছেন, খাবারের প্যাকেটের ছবি পোস্ট করার আগে তার মেয়াদ খতিয়ে দেখা উচিত ছিল পাকিস্তানের হাই কমিশনের। এই নিয়ে পাকিস্তানের হাই কমিশন এখনও কোনও মন্তব্য করেনি।

Advertisement

গত সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার। তার কয়েক দিনের মাথায় ফের তৈরি হয় ঘূর্ণিঝড় দিটওয়া। এই দুইয়ের জেরে সাগর সংলগ্ন একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৩৩৪ জনের। প্রায় ৪০০ জন এখনও নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যান্ডি শহর। সেখানে এখনও পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৫০ জন। এ ছাড়া, বাদুল্লায় ৭১ জন, নুওয়ারা এলিয়ায় ৬৮ জন এবং মাতালেতে ২৩ জন মারা গিয়েছেন। সারা দেশের ৩০৯৬০৭টি পরিবারের মোট ১১,১৮,৯২৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, যার ফলে আরও ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ভারত ইতিমধ্যে প্রায় ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে শ্রীলঙ্কায়। সেই অভিযানের নাম ‘অপারেশন সাগরবন্ধু’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement