imran khan . pets

ইমরানের পোষ্যদের নামেও রয়েছে উইকিপিডিয়া পেজ!

ইমরানের পোষা কুকুরদের নামে উইকিপিডিয়া পেজ।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৬:১৮
Share:

টুইটার থেকে ইমরান ও তাঁর পোষ্যের ছবিটি নেওয়া।

শেরু, শেরনি, পিডু, ম্যাক্সিমাস, মোটু প্রত্যেকের নামে উইকিপিডিয়া পেজ! কিন্তু এরা কারা।

Advertisement

আসলে এরা পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীর পোষ্য। তাদের নামেই উইকিপিডিয়া পেজ। হ্যাঁ ঠিকই শুনছেন, ইমরান খানের প্রিয় পোষ্যদের নামে খোলা হয়েছে উইকিপিডিয়া পেজ। উইকিপিডিয়ার অনলাইন হেল্প ডেস্কের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানাচ্ছে, ইমরানের এই খবরটি এক্কেবারে ঠিক। ইমরানের মোট পাঁচটি পোষ্য রয়েছে। যদিও ইমরান খানের পোষ্য ম্যাক্সিমাস তাঁর কাছে রয়েছে না তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম খানের রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে জিও টিভি জানিয়েছিল, ম্যাক্সিমাস নাকি মারা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: সাদ্দামের আমলের এই ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি সোনার বার​

পাক দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-কে উইকিপিডিয়ার হেল্প ডেস্কের তরফে জানানো হয়েছে,সংবাদ মাধ্যমে বারবার ইমরানের পোষ্যদের কথা নিয়ে খবর হয়েছে। চর্চা চলেছে নানা রকম। তাই এই পেজ। এর আগে মার্কিন প্রেসিডেন্টের পোষ্যদের নিয়েও পেজ তৈরি হয়েছিল।

ইমরানের পোষ্যদের নিয়ে তৈরি উইকিপিডিয়া পেজ

তবে ইমরানের পোষ্যদের বয়স, জন্ম তারিখ নিয়ে বিশদে কিছু লেখা নেই আপাতত উইকিপিডিয়ায়। এই প্রসঙ্গে সাকিব নামে ওই অনলাইন ডেস্কের কর্মী বলেন, ‘‘ইমরান আরও গুরুত্বপূর্ণ পদে শপথগ্রহণ করতে চলেছেন। ফলে তাঁকে নিয়ে উৎসাহ আরও বাড়বে। পোষ্যদের ইমরান খুব ভালবাসেন, এ কথাও সব্বার জানা। তাই পেজ তৈরি করা হয়েছে।’’

আরও পড়ুন: হিরোশিমা বিস্ফোরণে কোনও রকম ক্ষতি হয়নি একটি ব্যাঙ্কের ভল্টের, জানতেন?

২০১৫ সালে পোষ্য ম্যাক্সিমাসের জন্য নাকি বিবাহবিচ্ছেদ হয়েছিল ইমরান-রেহামের। যদিও রেহাম তা অস্বীকার করেন। ইমরান ও রেহামের বিয়ের পর যদিও প্রতিটি ছবিতে আদরের পোষ্য ম্যাক্সিমাসকে দেখা গিয়েছে।

২০১৮ সালে তৃতীয় স্ত্রী বুশরা মানেকার সঙ্গেও নাকি পোষ্যদের নিয়ে বচসা হয়েছিল প্রাক্তন পাক অধিনায়কের। রেহাম বইয়ে লিখেছেন, ‘‘খুব সম্ভবত শেরুর বাচ্চা মোটুর কারণেই এই গোলমাল। মোটু একেবারেই ঘরে থাকতে চায় না।’’

রেহাম খান এ-ও লেখেন, ‘‘প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পারভেজ মুশারফও ইমরানকে বেশ কয়েকটি কুকুর ছানা উপহার দিয়েছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন