Global Terrorist

মোদীর ভারতের সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান, বলল পাক সংবাদমাধ্যম

‘ডন’-এর সম্পাদকীয়তে ভারত-মার্কিন সখ্যের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার বিষয়ে উৎসাহ দিয়েছে। আলোচনার মাধ্যমেই দু’দেশের মধ্যেকার বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কাশ্মীর নিয়ে বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নেওয়ায় সেই আলোচনায় উৎসাহ দেওয়া অর্থহীন হয়ে পড়েছে।’ পাশাপাশি, ভারত-পাক সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার ব্যাপারে আমেরিকা সব রকম চেষ্টা চালাচ্ছে বলেও লেখাটিতে দাবি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৮:০৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতকে সামলাতে পারছে না পাকিস্তান। এমনকী, মোদী জমানায় সদ্ভাব বজায় রাখতেও ইসলামাবাদ ব্যর্থ হয়েছে। এই মন্তব্য করা হল প্রথম শ্রেণির পাক সংবাদপত্র ‘ডন’-এর সম্পাদকীয়তেই।

Advertisement

গত শুক্রবার কাশ্মীর প্রসঙ্গের উল্লেখ করে ডন তার সম্পাদকীয়তে লিখেছে, বিষয়টি নিয়ে আমেরিকা তথা গোটা বিশ্বকে নিজেদের পক্ষে আনতে পেরেছেন মোদী। কিন্তু, শরিফ প্রশাসন কাশ্মীরের বিষয়ে নিজেদের কথা দুনিয়ার সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এ জন্য সামরিক-অসামরিক সম্পর্ক, নিরাপত্তা সংস্থাগুলির একগুঁয়েমি বা শরিফ প্রশাসনের অনিচ্ছার দিকেই আঙুল তোলা হয়েছে।

ডন-এর সেই সম্পাদকীয়।

Advertisement

সম্পাদকীয়তে ভারত-মার্কিন সখ্যের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার বিষয়ে উৎসাহ দিয়েছে। আলোচনার মাধ্যমেই দু’দেশের মধ্যেকার বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কাশ্মীর নিয়ে বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নেওয়ায় সেই আলোচনায় উৎসাহ দেওয়া অর্থহীন হয়ে পড়েছে।’ পাশাপাশি, ভারত-পাক সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার ব্যাপারে আমেরিকা সব রকম চেষ্টা চালাচ্ছে বলেও লেখাটিতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: হিজবুল মুজাহিদিন প্রধান সালাউদ্দিনকে আমেরিকার তকমা, ‘আন্তর্জাতিক জঙ্গি’

কাশ্মীর প্রসঙ্গে ডন-এ আরও লেখা হয়েছে, তিন দশকের আন্দোলনের পরও ভারত তাকে দমিয়ে দিয়েছে। কিন্তু, এর ফলে একটা বদল এসেছে। ভারতের আগ্রাসনের ফল ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করা হয়েছে সম্পাদকীয়তে। পাশাপাশি, হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা নিয়েও মার্কিন বিদেশ দফতরের সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহেই সালাউদ্দিনকে ‘জঙ্গি’ ঘোষণা করে হোয়াইট হাউস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন