Clash Between Pakistani journalists

লন্ডনের রেস্তরাঁয় দুই পাকিস্তানির তুলকালাম ‘যুদ্ধ’, তবে হাতে নয়, মুখে মুখে!

লন্ডনের রেস্তরাঁয় তুলকালাম ‘যুদ্ধ’ দুই পাকিস্তানির মধ্যে। সামাল দিতে হিমশিম খেতে হল ঘটনাস্থলে উপস্থিত বাকিদের। তবে স্বস্তির বিষয় এই যে, এই যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২১:০১
Share:

পাকিস্তানের দুই সাংবাদিক। (বাঁ দিকে) আসাদ মালিক এবং সাফিনা খান (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

লন্ডনের রেস্তরাঁয় তুলকালাম ‘যুদ্ধ’ দুই পাকিস্তানির মধ্যে। সামাল দিতে হিমশিম খেতে হল ঘটনাস্থলে উপস্থিত বাকিদের। তবে স্বস্তির বিষয় এই যে, এই যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে হয়নি। বরং কথা এবং হাতের মুঠি ছোড়ার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

Advertisement

ঘটনাটি ঘটে শনিবার, লন্ডনের একটি রেস্তরাঁয়। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা সলমন আক্রম রাজা। ওই অনুষ্ঠানেই ঝামেলা শুরু হয় দুই পাকিস্তানি নাগরিক সাফিনা খান এবং আসাদ মালিকের মধ্যে। দু’জনেই পেশায় সাংবাদিক।

দুই সাংবাদিকের বাদানুবাদের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরস্পরের বিরুদ্ধে একাধিক আপত্তিকর শব্দ ব্যবহার করছেন ওই দু’জন। উত্তেজিত দু’জনকে সামাল দেওয়ার চেষ্টা করছেন কয়েক জন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রায় হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় হাত ধরে যুযুধান দু’জনের মাঝে দাঁড়িয়ে পড়েছেন কয়েক জন। (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সাফিনা সমাজমাধ্যমে একটি পোস্ট করে আসাদ এবং আরও দুই সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুলেছেন। এ-ও অভিযোগ করেছেন যে, তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যদিও আসাদ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিনা প্ররোচনায় সাফিনাই তাঁর উদ্দেশে আপত্তিকর কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement