India Pakistan Conflict

ভারতের সঙ্গে সংঘর্ষ থামাতে কী কী করেছিলেন ট্রাম্প? ‘বন্ধু’ দেশে দাঁড়িয়ে ফের মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছিল ভারত। সেই অপারেশন সিঁদুরের পর টানা চার দিন দু’দেশের মধ্যে সংঘর্ষ চলেছে। পরে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি এই সংঘর্ষ থামিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ০৮:০১
Share:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

ভারতের সঙ্গে গত মে মাসের সংঘর্ষ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের। শনিবার আজ়ারবাইজানের রাজধানী বাকুতে দাঁড়িয়ে এ কথা বলেছেন তিনি। ফের মুখ খুলেছেন অপারেশন সিঁদুর নিয়ে। আজ়ারবাইজানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। এমনকি, ভারতের সঙ্গে সংঘর্ষ চলাকালীন হাতেগোনা যে ক’টি দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল, তাদের মধ্যেও ছিল এই দেশ।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘর্ষে ট্রাম্পের ভূমিকাকে ‘সাহসী’ বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী নেতৃত্ব ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব করেছিল। দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপিত হয়েছিল সেই কারণেই। তাতে একটা বড়সড় যুদ্ধ এড়ানো গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণে বেঁচেছেন।’’ উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্তে ট্রাম্পের হস্তক্ষেপ ভারত স্বীকার করেনি। ট্রাম্প একাধিক বার দাবি করলেও ভারত তা নাকচ করে দিয়েছে। নয়াদিল্লি প্রথম থেকেই স্পষ্ট জানিয়েছে, দুই দেশের প্রতিনিধি হটলাইনে আলোচনার মাধ্যমে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী ফের একই দাবি করলেন।

পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, দাবি শরিফের। বাকুর ভাষণে তিনি বলেন, ‘‘আজ়হারবাইজানি এবং তুর্কি ভাইদের মতোই শান্তি চায় পাকিস্তান। কিন্তু আমাদের সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার অনুমতি কাউকে দেওয়া হবে না।’’

Advertisement

গত শুক্রবার দু’দিনের আজ়ারবাইজান সফরে গিয়েছেন শরিফ। সে দেশের বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকেই ভারতের সঙ্গে সংঘর্ষ নিয়ে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এর পরে টানা চার দিন ভারত ও পাকিস্তানের মধ্যে সেনা সংঘর্ষ চলেছে। পরে ট্রাম্প দাবি করেছেন, তিনি দুই দেশের সঙ্গে কথা বলে সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছেন। পাকিস্তান তা মেনে নিলেও ভারত ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement